Swapna Barman vs Nandini Agasara: ‘ও ট্রান্সজেন্ডার’, ‘আন্ডারডগ’ ভারতীয় পদক জিততেই অবিচারের অভিযোগ বাংলার স্বপ্নার Updated: 02 Oct 2023, 11:51 AM IST Ayan Das মাত্র চার পয়েন্টের জন্য এশিয়ান গেমসের পদক হাতছাড়া হয়েছে। তারপরই অবিচারের অভিযোগ তুললেন স্বপ্না বর্মণ। নাম না করে ব্রোঞ্জজয়ী ভারতেরই নন্দিনী আগাসারাকে নিশানা করলেন। যে নন্দিনী ‘আন্ডারডগ’ হিসেবে পোডিয়ামে জায়গা করে নিয়েছেন।