Nusrat Jahan-Mimi Chakraborty: রাজস্থানে একই উৎসবে গিয়েও আলাদা দুই বোনুয়া! নুসরতের সঙ্গে যশ,মিমির সঙ্গে ইনি কে? Updated: 05 Mar 2023, 09:18 PM IST Ranita Goswami আশুতোষ গোয়াল নামে এক ব্যক্তির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন মিমি। কিন্তু কে এই আশুতোষ গয়াল? সূত্র বলছে, আশুতোষ হলেন একজন উদ্যোগপতি, অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টের ডিরেক্টর। আর উদয়পুরের সেই অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টেই চলছে সোল ফেস্টিভ্যাল।