UK visa rules: ব্রিটেনের ভিসা পেতে ছুটবে কালঘাম, বাড়ল বেতনসীমা, নো এন্ট্রি কাদের? বিদেশি কমবে ৫০% Updated: 05 Dec 2023, 09:42 PM IST Ayan Das আগামী কয়েক বছর ব্রিটেনে অভিবাসীর সংখ্যা ৫০ শতাংশের বেশি কমিয়ে ফেলা হবে। এমনই জানাল ঋষি সুনক সরকার। আর সেটার জন্য ভিসার নিয়মে কড়াকড়ি করা হল। যে নিয়মের প্রভাব পড়বে ভারতীয়দের উপর। যাঁরা চাকরি, পড়াশোনা-সহ বিভিন্ন কারণে ব্রিটেনে যান।