শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় ফ্রাঞ্চাইজি নাইট রাইডার্স গ্রুপ। আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ ছাড়াও আসন্ন এমিরেটস প্রিমিয়র লিগে খেলবে এই ফ্রাঞ্চাইজি। তবে সবকটি লিগেই এখন পর্যন্ত খেলেছে বা খেলবে তাদের পুরুষ দল। এবার সেই ৩টি পুরুষ দলের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ইতিহাসে প্রথমবার তাদের মহিলা দল নামানোর কথাও ঘোষণা করা হল। বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের তরফে এই কথা নিশ্চিত করা হয়েছে তাদের ওয়েবসাইটে। প্রসঙ্গত অগস্টেই শুরু হতে চলেছে প্রথম মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (সিপিএল)। সেই লিগেই খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের মহিলা দল। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ক্যারিবিয়ান সিনিয়র দলের তারকা দিয়েন্দ্রা ডটিনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।