বিভিন্ন পর্যায়ের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে পরপর হারছিল ইস্টবেঙ্গল। অবশেষে সেই ধারায় ইতি টানল। নৈহাটিতে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেখানে গোলশূন্যভাবে শেষ হল ম্যাচ। তবে ম্যাচ জয়ের সুযোগ ছিল মোহনবাগানের কাছে। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলেন সুহেল ভাটরা। তবে আসল কাজটা করতে পারেননি কেউ। সাম্প্রতিক কালে ডার্বি আর মোহনবাগান সমার্থক হয়েছে। কারণ এক তরফ ভাবে বিগত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে জয় পেয়ে আসছে তারা। সেটা বোর্ডের হোক কিংবা ছোটদের, ফলাফল সব সময় থেকেছে সবুজ-মেরুন শিবিরের অনুকূলেই।
বুধবার নৈহাটিতে গোটা ম্যাচে আধিপত্য দেখিয়ে গেল ডেগি কার্ডোজোর ছেলেরা। অন্যদিকে একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি লাল-হলুদ শিবির। গোল মুখে ৫টি শট নিয়েছিল মোহনবাগান। তবে গোলে ভালো পারফরম্যান্স দেন ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব। অবশ্য ৫৩ মিনিটে একটি গোল করেছিল মোহনবাগান। কর্নার থেকে ভাসানো বল হেড করে নামিয়ে দেওয়া হয়েছিল সেরটোর পায়ে। তিনি দূরপাল্লার জোড়াল শটে বল জড়িয়ে দিয়েছিলেন জালে। কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে জানান বলটি হেড করার সময়ই লাইনের বাইরে চলে গিয়েছিল। ফলে গোল কিক হয়ে যাওয়ায় বাতিল হয় গোলটি।
এরপর ম্যাচে সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি মোহনবাগান। যেই কারণে ম্যাচ শেষে স্কোর ছিল ০-০। তবে ড্র করেও পূর্বাঞ্চল থেকে পরের রাউন্ডে চলে গেল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তাদের সঙ্গেই পরের রাউন্ডে গেল ডায়মন্ড হারবারও। গ্রুপ পর্যায়ে ৫টি ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ১১। ইস্টবেঙ্গলের পয়েন্ট ৮। অন্যদিকে এই গ্রুপের ডায়মন্ড হারবার এফসি ৬-১ গোলে হারায় ইউনাইটেড স্পোর্টসকে। যার ফলে তাদেরও পয়েন্ট দাঁড়ায় ৮।
উল্লেখ্য, গত বছর RFDL-এ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিল ইস্টবেঙ্গল। দাপট দেখিয়ে পৌঁছে গিয়েছিল ফাইনালে। তবে সেখানে পরাজিত হতে হয়েছিল পঞ্জাব এফসির কাছে। কিন্তু এবারের শুরুটা ভালো হয়নি তাদের। তবে ঠিক উল্টো ছবি মোহনবাগানে। গতবার ভালো না গেলেও এবার দুরন্ত শুরু করেছে তারা। অপরদিকে প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিয়েই পরের রাউন্ডে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এফসি। এখন দেখার পরের রাউন্ডে বাংলার এই ৩ দল কেমন পারফরম্যান্স করে। সম্প্রতি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। তাই রাজ্যের ফুটবলকে দেশের সামনে উজ্জ্বল করার দায়িত্ব থাকবে এই ৩ দলের ওপর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।