দু'দলের কোচেরা কোনওরকম কটাক্ষের পথে হাঁটলেন না। তবে শনিবাসরীয় কলকাতা ডার্বির পরে খোঁচা দেওয়ার ধারায় ইতি পড়ল না। ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে মোহনবাগানের প্রাক্তন কর্তা সৃঞ্জয় বসু বললেন যে ভোররাতে কোচ এসেছেন। আর তাঁকে ডার্বিতে নামিয়ে দেওয়া হল। এটা পাড়ার ফুটবল নয়। পালটা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত (নীতু) সরকার বললেন যে এবার না হয় টানা সাতটি ম্যাচে (পাঁচটি আইএসএলের ম্যাচ) হেরেছে লাল-হলুদ ব্রিগেড। আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে ন'টি ম্যাচে জিততে পারেনি। হেরেছে ন'টি ম্যাচ। কিন্তু একটা সময় তো এমনও গিয়েছে যে টানা চার বছর মোহনবাগানকে জিততে দেয়নি ইস্টবেঙ্গল। সেটাও তো লজ্জার ছিল বলে কটাক্ষ করেন নীতু।
শনিবার আইএসএলের প্রথম লেগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। আর সেই জয়ের পরে মোহনবাগানের প্রাক্তন কর্তা সৃঞ্জয় বলেন, 'ইস্টবেঙ্গল সমর্থকদের আজ ধন্যবাদ জানাই। যে টিমটা ন'বার হারল, তার সমর্থকরা কিন্তু এখনও বুক বেঁধে মাঠে আসে। এটা কিন্তু ফুটবলের জন্য ভালো ইঙ্গিত।'
‘পয়সা এলেই টিম হল না', কটাক্ষ সৃঞ্জয়ের
সেইসঙ্গে তিনি বলেন, ‘পয়সা এলেই টিম হয় না। টিমটা একটু ভালো করে গুছিয়ে করতে হয়। আমি শুনলাম একজন কোচ রাতে সাড়ে তিনটেয় (শনিবার ভোর ৪ টে ১৫ মিনিটে) এসেছেন। আর তাঁকে নামিয়ে দেওয়া বল। এটা তো স্বয়ংম্বর সভার মতো হতে পারে না। একটা বিজ্ঞান আছে। খেলোয়াড়কে জানতে হবে। আর এটা ডার্বি। এটা পাড়ার ফুটবল নয়।’
আরও পড়ুন: ও মানসিক চাপে রয়েছ: আনোয়ার আলিকে নিয়ে ডার্বির পরে ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্তাদের অন্য লড়াই
ওটাও তো লজ্জা, পালটা নীতুর
তবে ইস্টবেঙ্গল শিবিরও চুপ করে থাকেনি। লাল-হলুদ কর্তা বলেন, ‘এটা (এই মরশুমে টানা সাতটি ম্যাচে হার) শুধু লজ্জা কেন? আমরা মোহনবাগানের সঙ্গে ১৭টি ম্যাচে অপরাজিত ছিলাম, সেটা তোও লজ্জা ছিল। আমরা ৪ বছর ধরে তো মোহনবাগানকে হারিয়েছি। সেটাও লজ্জা ছিল। এটা ফুটবল। এটা একটা খেলা। এটা হতে পারে। তবে আমরা যত তাড়াতাড়ি সেখান থেকে বেরোতে পারব, তত ভালো।’
আরও পড়ুন: MBSG vs EBFC Live- ISL ডার্বিতে গোল দুই অজি তারকার… মরশুমের প্রথম ডার্বিতে ২-০ জয় মোহনবাগানের…
ক্ষুধার্ত ছিল মোহনবাগান, দাবি মোলিনার
মহমেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গলকে নিখুঁতভাবে হারানোর পরে মোহনবাগানের হেড কোচ জোসে মোলিনা জানান, যা পরিকল্পনা করা হয়েছিল, সেইমতো খেলেছে দল। আক্রমণভাগের মতো রক্ষণভাগের খেলোয়াড়রাও সেরাটা উজাড় করে দিয়েছেন। তাঁরা জিততে মরিয়া ছিলেন। ক্ষুধার্ত ছিলেন তাঁরা।
সবদিক থেকে এগিয়ে ছিল মোহনবাগান, স্বীকার ইস্টবেঙ্গল কোচের
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো জানান, সবদিক থেকেই এগিয়ে ছিল মোহনবাগান। অনেক ভালো খেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। কোচ হওয়ার পর থেকে ভিডিয়ো কলে বিনো জর্জের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে গিয়েছিলেন। সেটা কাজে লাগিয়ে ডার্বিতে সাফল্য পাবেন বলে আশা করেছিলেন। সেটা না হলেও দ্রুত ইস্টবেঙ্গলের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।