ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। এতে রাজনৈতিক রঙ লাগতে সময় লাগেনি। কারণ তিনি ফেডারেশনের সভাপতি পাশাপাশি বিজেপি সাংসদও বটে। ৬ জন প্রাপ্তবয়স্ক রেসলার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিল্লি পুলিশের কাছে। তাদের দাবি বিভিন্ন সময়ে ব্রিজ ভূষণের যৌন হেনস্থার শিকার হয়েছেন তারা। একজন অভিযোগকারী জানিয়েছেন, গত বছর মার্চে লখনউতে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়ালের শেষে ছবির তোলার জন্য দাঁড়ান তারা। সেই সময় তাকে যৌন হেনস্থা করা হয়। এবার সেই মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন ওই ম্যাচে উপস্থিত রেফারি জগবীর সিং।
তিনি ২০০৭ সাল থেকে একজন আন্তর্জাতিক রেসলিং রেফারি। ওই ম্যাচে তিনি ব্রিজ ভূষণ এবং অভিযোগকারীর থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, জগবীর সিং ছবিটির কথা উল্লেখ করেন এবং বলেন দিল্লি পুলিশ তাকে এটির সম্পর্কে জিজ্ঞাসা করেছে।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিবৃতি অনুসারে চারটি রাজ্যজুড়ে ১২৫ জন সম্ভাব্য সাক্ষীর মধ্যে রয়েছেন এই আন্তর্জাতিক রেসলিং রেফারি। একজন অলিম্পিয়ান, একজন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী, একজন আন্তর্জাতিক রেফারি এবং একজন রাজ্য-স্তরের কোচ অন্তত তিনজন মহিলা কুস্তিগিরের অভিযোগকে সমর্থন করেছেন। ম্যাচটির শেষে যৌন হেনস্থা নিয়ে কথা বলতে গিয়ে রেফারি জগবীর সিং বলেন, 'আমি বিজ ভূষণকে অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অভিযোগকারী সভাপতির পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাঁর একটু পরেই তিনি সামনের দিকে এগিয়ে আসেন। অভিযোগকারী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিড়বিড় করতে করতে এগিয়ে আসে। আমি ওই মহিলা রেসলারকে দেখে বুঝতে পারি যে তিনি অস্বস্তি বোধ করছিলেন। কিছু খারাপ হয়েছিল ওই রেসলারের সঙ্গে। আমি সভাপতিকে খুব একটা কোনও কথা বলতে দেখিনি। কিন্তু উনি রেসলারদের অনেক নির্দেশ দিতেন যেমন, এখানে চলে আসো। এখানে দাঁড়াও। ওই ফটো সেশনের সময় অভিযোগকারীর সঙ্গে খারাপ হয়েছিল তাঁর আচরণ দেখে বোঝা গিয়েছে।'
জগবীর হলেন দ্বিতীয় সাক্ষী। অন্যজন হলেন ২০১০ কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অনিতা। দু'জনই কুস্তিগীর দ্বারা করা দাবিকে সমর্থন করেছেন। অনিতা জানিয়েছেন যে অভিযোগকারী তাঁকে বিদেশের একটি টুর্নামেন্টে ঘটনা বলার জন্য তাকে ডাকেন। বিদেশে টুর্নামেন্টে ব্রিজ ভূষণ তাকে তাঁর ঘরে ডেকেছিলেন এবং তাঁকে জোর করে জড়িয়ে ধরেন। পাতিয়ালায় জাতীয় শিবিরে ফিরে আসার পর অভিযোগকারী অনিতার কাছে তাঁর ঘটনার বর্ণনা করার সময় কেঁদে ফেলেন।
একজন নাবালক সহ সাতজন মহিলা কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের দুটি এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে। রেসলিং ফেডারেশনের সভাপতি বিরুদ্ধে ১৫টি অভিযোগ আনা হয়েছে। বুধবার, প্রতিবাদী কুস্তিগির এবং সরকারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। কুস্তিগির, অলিম্পিকে পদক বিজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক, যারা ক্রীড়া মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ১৫ জুন পর্যন্ত তাদের প্রতিবাদ বন্ধ রেখেছেন। ওই দিনই দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।