𝓰 Mohammed Salah signs new deal with Liverpool: লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি সই করলেন মহম্মদ সালাহ। ১০ বছর ধরে আইকনিক ক্লাবকে প্রতিনিধিত্ব করার আশা প্রকাশ করলেন এই ফুটবলার। স্ট্রাইকার মহম্মদ সালাহ লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার ফলে তিনি ২০২৪-২৫ মরশুমের পরেও লিভারপুল ক্লাবের সঙ্গে থাকবেন। জানা যাচ্ছে আরও দুই বছরের জন্য লিভারপুল ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মহম্মদ সালাহ। অর্থাৎ এক ক্লাবের হয়ে মোট দশ বছর খেলতে পারেন এই তারকা ফুটবলার।
লিভারপুল ক্লাবের তরফ থেকে কী বলা হয়েছে?
🤪লিভারপুল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ফরোয়ার্ড, যিনি চলতি মরশুমেও রেডসদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন, নতুন চুক্তিতে স্বাক্ষর করে ভবিষ্যতের জন্য নিজের প্রতিশ্রুতি জানিয়েছেন। এখনও পর্যন্ত মহম্মদ সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩২টি গোল করেছেন। এর মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে, যেখানে তিনি এই মুহূর্তে শীর্ষ গোলদাতা। এই গোলগুলোর পাশাপাশি সালাহ সতীর্থদের জন্য ২২টি অ্যাসিস্টও করেছেন। আজকের এই খবরের অর্থ, সালাহ অ্যানফিল্ডে নিজের আট বছরের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আর্নে স্লটের দলের হয়ে সর্বোচ্চ সম্মানের জন্য লড়াই চালিয়ে যাবেন।’
আরও পড়ুন … 𒈔এটা বিশাল লার্নিং এক্সপেরিয়েন্স: গম্ভীর-নেহরাদের কোচিং নিয়ে কী বললেন ওয়াশিংটন?
এই চুক্তি নিয়ে মহম্মদ সালাহ কী বললেন?
ꦜলিভারপুলএফসি.কম-এ সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুব উত্তেজিত। আমাদের এখন দুর্দান্ত একটি দল আছে। আগেও আমাদের ভালো দল ছিল। কিন্তু আমি চুক্তি করেছি কারণ আমি মনে করি আমরা আরও ট্রফি জিততে পারি এবং আমার ফুটবলটা উপভোগ করতে পারি। এখানে আমি আমার সেরা বছরগুলো কাটিয়েছি। আমি আট বছর খেলেছি, আশা করি এটা ১০ বছরে পৌঁছাবে। আমি এখানে জীবনটা উপভোগ করছি, ফুটবল উপভোগ করছি। এটা আমার কেরিয়ারের সেরা সময়।’
আরও পড়ুন … ﷽ভিডিয়ো: ইডেনের গ্যালারিতে গোয়েঙ্কার দলের অ্যাডমিনের সঙ্গে নাইট ভক্তের ঝামেলা
🌳সালাহ আরও বলেন, ‘আমি সমর্থকদের বলতে চাই, আমি এখানে থাকতে পেরে খুব, খুব খুশি। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে অনেক বড় ট্রফি জিততে পারি বলেই চুক্তি করেছি। আমাদের সমর্থন করে যান, আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, আর আশা করি ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিতব।’
আরও পড়ুন … 🦩ভিডিয়ো: এটা আমার প্রিয় সিনেমার দৃশ্য… নিজের সেলিব্রেশনের পিছনের আসল গল্প বললেন কেএল রাহুল
লিভারপুলে মহম্মদ সালাহর প্রাপ্তি কী?
꧅২০১৭ সালের গ্রীষ্মে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ ক্লাবের কিংবদন্তিতে পরিণত হন। তার অসাধারণ পারফরম্যান্স তাকে লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে— এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচে ২৪৩টি গোল করেছেন তিনি। অ্যানফিল্ডে তার সময়কালে সালাহ সাতটি বড় শিরোপা জিতেছেন— যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং দুটি লিগ কাপ। এছাড়াও তিনি তিনবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট, দুইবার করে PFA প্লেয়ার্স' প্লেয়ার অব দ্য ইয়ার ও FWA ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।