শুভব্রত মুখার্জি:- প্যারিসের চ্যাম্প ডে মার্স এরিনাতে অনুষ্ঠিত হচ্ছে প্যারিস গেমসের কুস্তির আসর। শুক্রবার এই কুস্তির ম্যাটেই লড়াইতে নেমেছিলেন ভারতের ভিনেশ ফোগাট। হ্যাঁ সেই ভিনেশ ফোগাট যিনি প্রাক্তন ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষন শরণ শর্মার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মারাত্মক অভিযোগ ছিল ব্রিজভূষনের বিরুদ্ধে। মহিলা কুস্তিগীরদেরকে যৌন হেনস্থার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই আন্দোলনের মুখ হওয়ার কারণে দীর্ঘদিন অনুশীলন থেকে শুরু করে সবকিছু থেকেই দূরে ছিলেন ভিনেশ ফোগাট। ফলে তিনি যে অলিম্পিক গেমসের জন্য কোয়ালিফাই করতে পারবেন এটা তাঁর অতি বড় ভক্তও আশা করেননি। তবে প্যারিস গেমসে ভিনেশ ফোগাট শুধু যোগ্যতা অর্জন করেই থেমে থাকেননি। পৌঁছে গিয়েছেন ফাইনালেও। অর্থাৎ অলিম্পিক পদক পাওয়া তাঁর নিশ্চিত।আর তাঁর এই অভিযানেই তিনি রচনা করেছেন ইতিহাস। কী সেই ইতিহাস আসুন জেনে নেওয়া যাক।
এদিন চ্যাম্প ডে মার্স এরিনাতে যখন ৫০ কেজি বিভাগের মহিলাদের ফ্রি স্টাইল কুস্তিতে নামলেন জাপানের ইউ সুসাকি তখন তিনি যে কুস্তির ম্যাটে কোনও দিন হারতে পারেন তা ছিল ভাবনা চিন্তার বাইরে। তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তাঁর রেকর্ড ছিল অবিশ্বাস্য। এই ম্যাচের আগে তিনি ৮২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮২টি ম্যাচেই জিতেছিলেন। ভিনেশের হাত ধরেই তাঁকে প্রথম হারের স্বাদ পেতে হল। আর প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ইউ সুসাকিকে হারিয়ে নজির গড়ে সকলকে চমকে দিলেন ভিনেশ। সুসাকির বিরুদ্ধে রাউন্ড অফ ১৬'র লড়াই ছিল ভিনেশের। এখানেই শেষ নয় প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে কুস্তির ফাইনালে যাওয়ার নজির গড়েছেন তিনি।
আরও পড়ুন… বাবর নাকি ইরফানকে সাক্ষাৎকার দিতে চায়নি! পাক সমর্থকদের মিথ্যাচারের যোগ্য জবাব দিলেন হরভজন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।