অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের মঞ্চে অস্বস্তিতে পড়লেন আলেক্সান্ডার জেরেভ। আসলে সবে শেষ হয়েছিল অস্ট্রেলিয়ান ওপ𒁏েন ২০২৫। ফাইনালে ৩-৬, ৬-৭, ৩-৬ গেমে পরাজিত হয়েছিলেন আলেক্সান্ডার জেরেভ। সেই সময়ে তাঁর মনটা ভেঙে গিয়েছিল💖।
কী নিয়ে বিতর্ক শুরু হয়েছিল?
এরপরে আলেক্সান্ডার জেরেভকে যখন পুরস্কার বিতরণীর জন্য ডাকা হয়, তখন পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়েগিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই এক মহিলার চিৎকার করে ওঠেন। মহিলার চিৎকারে ভেঙে যায় পুরস্কার বিতরণীর নীরবতা। এই সময়ে মহিলার চিৎকার করে বলতে থাকেন, ‘অলিয়ಌা এবং ব্রেন্ডাকেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া!’
ঘটনাটা কী ঘটেছে?
এই কথাটা শুনে প্রথমে চমকে গিয়েছিলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা জেরেভ। তবে কিছুক্ষণের ম𝕴ধ্যেই জার্মান তরুণ তারকা বিষয়টা বুঝতে পারেন। আসলে কী নিয়ে কথা সেই মহিলা কথা বলছিলেন সেটি জেরেভ আন্দাজ করতে পারেন। সেটি বুঝতে পেরেই এক মুহূর্তের জন্য অস্বস্তি পড়ে যান জেরেভ। তাঁর চোখে মুখে সেটা স্পষ্ট বোঝা যায়। মহিলা বারবার একই কথা বলে থাকেন। দর্শকেরা অবাক হয়ে প্রথমে চুপ থাকলেও পরে বিদ্রুপের আওয়াজ করতে থাকেন। যা ধীরে ধীরে হাততালিতে পরিণত হয়। মহিলার কণ্ঠস্বর চাপা পড়ে যায় সেই হাততালির আওয়াজে। এরপর জেরেভ নিজের বক্তব্য শুরু করেন।
দেখুন সেই ঘটনা-
অলিয়া এবং ব্রেন্ডা কে?
কিন্তু কে এই অলিয়া এবং ব্রেন্ডা? কেন তাঁদের নাম উঠল এই মঞ্চে? আসলে আলেক্সান্ডার জেরেভের দুই প্রাক্তন বান্ধবী হলেন অলিয়া শারিপোভা ও ব্🌌রেন্ডা পাতেয়া। দুজনেই জেরেভের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। ২০২০ সালে ব্রেন্ডা অভিযোগ করেন, সম্পর্কের সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিলেন জেরেভ। তাঁদের একটি মেয়েও রয়েছে। ব্রেন্ডার আগে, অলিয়া শারিপোভাও জেরেভের বিরুদ🌞্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। তাঁর দাবি, একটি এটিপি ট্যুর চলাকালীন জেরেভ তাঁকে ঘুষি মেরেছিলেন এবং মুখের উপর বালিশ চাপা দিয়েছিলেন। তবে, এই অভিযোগগুলোর কোনওটিই আদালতে প্রমাণিত হয়নি। গত বছর একটি মামলার রায়ে জেরেভকে নির্দোষ ঘোষণা করা হয়।
আরও পড়ুন… BPL 2024-25 এ লজ্জার দিন! বকেয়া টাকা না পাওয়ায় ম্য়া🐈চ বয়কট করল রাজশাহীর বিদেশি ক্ﷺরিকেটাররা
জেরেভ কখন কি এই ঘটনা ভুলতে পারবেন-
অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে হঠাৎ করেই উঠে আসে সেই প𒅌ুরনো বিতর্ক। তবে হাততালির শব্দের নীচে হারিয়ে যায় প্রতিবাদী কণ্ঠস্বর। এমন অস্বস্তিকর মুহূর্তের পরে পুরস্কার গ্রহণ করেন জেরেভ। তবে তাঁর সঙ্গে পুরস্কার বিতরণীর মঞ্চে যে ঘটনাটি ঘটেছিল তা আলেক্সান্ডার জেরেভ কখনই ভুলতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।