Video: ৪০-৫০ হাতির দল দাপিয়ে বেড়ালো চন্দ্রকোনা এলাকায়, নাজেহাল স্থানীয়রা
Updated: 17 Dec 2024, 07:09 PM IST Laxmishree Banerjee প্রায়শই হাতির উপদ্রবে নাজেহাল হয়ে যান জঙ্গল সংলগ্ন এলাকায় অতি সাধারণ মানুষ। এদিনও তাই হল। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের শ্রীনগর ও গড়বেতার সন্ধিপুর, চৈতন্যপুর এর মাঠে সারা রাত ধরে তাণ্ডব চালিয়েছে ৪৫ থেকে ৫০ হাতির দল। খুব স্বাভাবিকভাবেই, এমন পরিস্থিতিতে নাজেহাল হয়ে যায় গ্রামের মানুষজন ও বনদফতর কর্মীরাও। যদিও পরে, বনদপ্তরের কর্মীদের প্রচেষ্টায় ওই বিরাট হাতির পালটিকে মাঠ থেকে সরিয় নিরাপদ জঙ্গলে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সূত্রের খবর, হাতির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বিঘা জমি। নষ্ট হয়েছে, আলু সহ বিভিন্ন শীতের সবজি ও ফসল। একদিকে আলু চাষ অন্যান্য বছরে তুলনায় এই বছর অনেকটাই কম হয়েছে, তার উপর আবার হাতির অত্যাচারে জর্জরিত কৃষক পরিবারগুলো।