Surya Grahan 29 March 2025 India Time: ২০২৫র প্রথম সূর্যগ্রহণ একটু পরই শুরু! চলবে কতক্ষণ? রইল ভারতীয় সময়কাল
1 মিনিটে পড়ুন Updated: 29 Mar 2025, 01:24 PM ISTদেখে নেওয়া যাক, আজ সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে? আর তা কতক্ষণ স্থায়ী থাকবে।
দেখে নেওয়া যাক, আজ সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে? আর তা কতক্ষণ স্থায়ী থাকবে।
২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ রয়েছে আজ শনিবার। এই গ্রহণ যেহেতু জ্যোতিষমতে শনি অমাবস্যায় পড়ছে তাই এর মাহাত্ম্যও আলদা। শনিদেবের পুজোর দিনে এই অমাবস্য় তিথিতে রয়েছে সূর্যাগ্রহণ। এর শুভাশুভ ফল নিয়ে অনেকেই বেশ উদ্বিগ্ন। এদিকে, গ্রহণ ঘিরে হিন্দুশাস্ত্রে রয়েছে বহু মান্যতা। সেই অনুসারে দেখে নেওয়া যাক, আজ সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে? আর তা কতক্ষণ স্থায়ী থাকবে। একই সঙ্গে নজর রাখা যাক, ২০২৫ সালের পরবর্তী সূর্যগ্রহণ কবে পড়ছে, তার দিকেও।
প্রসঙ্গত, এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে আজ ২৯ মার্চের সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এই গ্রহণের সূতককাল লাগু হচ্ছে না।
( Chaitra amavasya 2025 Time: চৈত্র অমাবস্যা ২০২৫ আজ আর কতক্ষণ থাকছে? রইল তিথি, সূর্যগ্রহণের সময়কাল)
পঞ্জিকা অনুসারে এই গ্রহণ স্পর্শ আরম্ভ বেলা ২ টো ২১ মিনিট থেকে। গ্রহণ মধ্য রয়েছে বিকেল ৪ টে ১৭ মিনিটে। গ্রহণ মোক্ষ, অর্থাৎ গ্রহণ শেষ হতে চলেছে আজ সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে। গ্রহণ মূলত, ৩ ঘণ্টা ৫৩ মিনিট ধরে চলবে এই গ্রহণ।