এসএসসি নিয়োগ মামলার রায়ের পরে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ নিয়ে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে দেরি হবে কিনা, তা নিয়ে অনেকেই উদ্বেগে পড়ে গিয়েছিলেন। কারণ সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পাওয়া অনেক শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়ে ফেলেন। পরবর্তীতে অবশ্য প্রশ্নাতীতভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, এমন শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পান। কিন্তু পুরো বিষয়টার জেরে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আবহে আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যে খবর মিলেছে, তাতে আগামী ১৫ মে'র মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আপাতত নির্দিষ্টভাবে কোনও তারিখ না জানানো হলেও ১৫ মে'র মধ্যে যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যাবে, তা নিশ্চিত করেছে সংসদ।
এবার ৫৮ দিনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে
আর যদি ১৫ মে ফলাফল প্রকাশিত হয়, তাহলে পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে। কারণ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ থেকে। পরীক্ষা চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। গতবার সেখানে ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছিল। আগেরবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
দিনের দিন কি উচ্চমাধ্যমিকের মার্কশিট পাওয়া যাবে?
তবে অত তাড়াতাড়ি উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ায় সেদিনই পড়ুয়াদের হাতে মার্কশিট বা সার্টিফিকেট তুলে দেওয়া হয়নি। পরে পড়ুয়ারা মার্কশিট এবং শংসাপত্র পেয়েছিলেন। এবারও সংসদ সেই পথে হাঁটবে কিনা, সে বিষয়ে অবশ্য সংসদের তরফে কিছু জানানো হয়নি। সংসদ সূত্রে খবর, যখন আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হবে, তখন সেইসব বিষয় জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে হবে?
১) উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় আসতে হবে।
২) হোমপেজের বাঁ-দিকেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ থাকবে। তাতে ক্লিক করতে হবে।
৩) নয়া পেজ খুলে যাবে। সেই পেজের উপরেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ থাকবে। সেটা নীচেই 'উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫' দেখা যাবে। সেখানে রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তারপর ক্লিক করতে হবে 'ক্লিক করুন' বাটনে।
৪) তাহলেই হয়ে যাবে। স্ক্রিনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।