🌺 ২০২৫ সালের শুরুতে মালদায় খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা। তার রেশ কাটতে না কাটতেই রাতে তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। এবার সেই মালদা জেলাতেই হুমকি ফোন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাও আবার ডি–কোম্পানির নাম করে তৃণমূল কংগ্রেস নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।
⛄এই ঘটনার পর ইংরেজবাজার থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। আর তারপরই বাড়ানো হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা। কৃষ্ণেন্দুর দাবি, ‘ডি কোম্পানি’ থেকে ফোন করা হয়েছিল। তাঁর কাছে বড় অঙ্কের টাকা চাওয়া হয়েছে। ডি কোম্পানির পক্ষ থেকে ‘বিশ পেটি’ পাঠাতে বলা হয়েছে তাঁকে। হুমকি ফোন নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি কৃষ্ণেন্দু। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ‘বিশ পেটি’র অর্থ ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। অভিযোগ জানানোর পরই কৃষ্ণেন্দুর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ।
আরও পড়ুন: নবান্নে ঘুরে গেলেন আইপ্যাক কর্তা, কৌশল সাজাতে নাকি সেতুবন্ধন করতে? তুঙ্গে চর্চা
কৃষ্ণেন্দুর কথা অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ একটি মেসেজ তাঁর মোবাইলে আসে। এই মেসেজ যে পাঠিয়েছিল সে নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছে। ওই বার্তায় লেখা হয়েছে,🦩 ‘২০ পেটি দেনা হোগা আপকো। নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।’ যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘আপনাকে ২০ পেটি দিতে হবে। নয়তো আপনাকে এবং আপনার পরিবারকে গুলি করে দেওয়া হবে।’ যদিও এই মেসেজ পাঠিয়ে ক্ষান্ত হয় ওই ডি কোম্পানির প্রদীপ। সে ফোনও করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে।
এই ফোন যে করা হয়েছিল সেটাও জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ডাক নাম কিষাণ। সেই ডাক নাম ধরেই কথা বলে প্রদীপ। ফোনে কথোপকথনের সেই অডিয়ো রেকর্ডিংও এখন প্রকাশ্যে এসেছে। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।ꦫ তবে অডিয়ো রেকর্ডিংয়ে কৃষ্ণেন্দুকে বলা হয়েছে, ‘বিশ পেটি ভেজ দিজিয়ে। নেহি তো আপকো অর আপকি ফ্যামিলি কো....।’ কৃষ্ণেন্দু তখন পাল্টা প্রদীপকে প্রশ্ন করেন, ‘ফ্যামিলি কো কেয়া?’ ফোনের অপরপ্রান্ত থেকে ঠাণ্ডা গলায় জবাব, ‘আপ সমঝ লিজিয়ে’।