‘ম্যাডাম দিদি’- মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্তিনার জার্সি। আর সেই জার্সি পেয়ে আপ্লুত হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ফুটবল হল একটা আবেগ, যা আমার শিরায়-শিরায় আছে। পাড়ার মাঠে যে কোনও সময় বলে শট মারা প্রতিটি ব্যক্তির মতোই আমার অবস্থা। আর আজ সেই আবেগ একটা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। কারণ আমি লিওনেল মেসির স্বাক্ষরিত একটা জার্সি পেয়েছি। ফুটবলের প্রতি যে ভালোবাসা আছে, সেটা আমাদের একসূত্রে গেঁথে দিয়েছে। আর আমাদের যুগের কিংবদন্তি তথা বলের শিল্পী মেসি তো এক অ🐈ভাবনীয় প্রতিভা। বাংলা এবং সুন্দর খেলাটার মধ্যে যে অবিচ্ছেদ্য যোগসূত্র আছে, সেটার প্রতীক হল এই জার্সিটা।’
ফ্রেমে বাঁধানো জার্সি তুলে দেওয়া হয় মমতার হাতে
আর বুধবার কলকাতার নবাব আলি পার্কে 'দাওয়াত-এ-ইফতার' অনুষ্ঠানের মধ্🎀যেই ফ্রেমে বাঁধিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে সেই জার্সি তুলে দেন শতদ্রু ঘোষ। যিনি সদ্যই মেসির সঙ্গে দেখা করে এসেছেন। তিনি যখন মমতার হাতে সেই জার্সি তুলে দিচ্ছিলেন, সেইসময় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলতে থাকেন, ‘আজ সুদূর আমেরিকা থেকে লিও মেসি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের জার্সিতে সই করে পাঠিয়েছেন।'
সেইসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, ‘তাঁর (মেসির) দূত হিসেবে নিয়ে এসে সেটা (আর্জেন্তিনার জার্সি) মুখ্যমন্ত্রীর হাতে (তুলে) দ𒀰েবেন (শতদ্রু ঘোষ)। (আর্জেন্তিনার জার্সিতে) স্বাক্ষর করে⭕ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন লিওনেল মেসি। লিওনেল মেসি নিজেই স্বাক্ষর করেছেন। উনি ১০ নম্বর জার্সি পরে খেলেন।’
মমতা প্রকৃত অর্থেই বিশ্বজনীন, বলল তৃণমূল
আর শুধু মমতা বা ফিরহাদ নন, মেসির স্বাক্ষর করা জার্সি দেখে আপ্লুত হয়ে গিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরাও। তৃণমূলের তরফে বলা হয়েছে, 'বিশ্ব ফুটবলের সেরার সেরা, গ্রেটেস্ট অফ অল টাইম - আর্জেন্টিনা ফুটবল দলের জাদুকর লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি 𝓰উপঢৌকন হিসেবে পেয়ে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্লুত। জন🎃নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকৃত অর্থেই বিশ্বজনীন, তা পুনরায় প্রমাণিত হল।'
‘মেসি.. দিদি..নীল সাদা…’
অপর এক তৃণমূল সমর্থক বলেন, ‘মেসি.. দিদি..নীল সাদা...।’ উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নীল-সাদা রং করা হয়েছে। আর তা নিয়ে অনেকেই কটাক্ষ করে বলেন যে মুখ্যমন্ত্রী নাকি আর্জেন্তিনার সমর্থ🐠ক। আর তাই আর্জেন্তিনার ফুটবল দলের জার্সির র🔥ঙে বাংলার বিভিন্ন প্রান্তে রং করেছেন। যদিও মমতা সেইসব কথায় পাত্তা দেননি। তিনি একাধিকবার জানিয়েছেন, আকাশের রঙও নীল-সাদা।