চওড়া ফাটল দেখা দিল সদ্য বানানো চার লেনের উড়ালপুলে! ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির রাস্তায়। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে। নবনির্মিত উড়ালপুলটি মহানন্দা বাঁধ এলাকা থেকে এসে মিশেছে ঘোষপুকুরে। ঘটনার জেরে ব্রিজের মাঝে বড় আকারের দুটো গর্তের সৃষ্টি হয়েছে। উঠে গিয়েছে রাস্তার পিচ। যদিও তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে নির্মাণকারী সংস্থা। তবুও নয়া উড়ালপুলের এই ফাটল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফ্লাইওভার তৈরিতে নিম্নমানের মশলা ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ৬ মাস আগেই চালু হয়েছিল এই ফ্লাইওভারটি। তারমধ্যেই বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে উড়ালপুলের উপরে। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৮ সালের ১১ অগস্ট উড়ালপুলের নির্মাণ চলাকালীন চারটি গার্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল।
স্থানীদের প্রশ্ন, নামি নির্মাণকারী সংস্থা গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের উপর উড়ালপুল তৈরিতে কীভাবে এত নিম্নমানের মশলা ব্যবহার করতে পারে? তাঁদের আরও প্রশ্ন, এখনই যদি নতুন উড়ালপুলের এই অবস্থা হয়, তাহলে যে কোনও সময় যদি কোনও বিপর্যয় ঘটে যায়, তাহলে তার দায় কে নেবে। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।
যদিও এই বিষয় মুখে কুলুপ এঁটেছে নির্মাণকারী সংস্থা। তাদের তরফে শুধু এটুকুই জানানো হয়েছে, তারা আগামী ৫ বছর এই উড়ালপুলটির রক্ষণাবেক্ষণ করবে।
প্রসঙ্গত, এই ফ্লাইওভারের নীচ দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ির এনজেপি স্টেশন যাওয়ার রেললাইন চলে গিয়েছে। উত্তরবঙ্গে যাতাযাতের ক্ষেত্রে সমস্ত ধরনের যানবাহনকে এই উড়ালপুলের উপর দিয়েই পারাপার করতে হয়। ব্যস্ততম ফ্লাইওভারে ফাটলের জেরে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফ থেকে নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছে।