কিছুতেই থামছে না অনুপ্রবেশের ঘটনা। ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুক𒐪ে পড়ছে বাংলাদেশের নাগরিকরা বলে অভিযোগ। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ধূলিয়ান, সামশেরগঞ্জ এবং সূতি এলাকায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তার নেপথ্যে ওপার থেকে আসা অনুপ্রবেশকারীরা রয়েছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। আগেই এই পরিকল্পনা করা হয়েছিল। সেটাই কোনওভাব🐼ে ঘটানো হয়েছে বলে সূত্রের খবর। এই আবহে এবার নদী–জঙ্গল পেরিয়ে সুন্দরবনে ঢুকেছিল বাংলাদেশের নাগরিকরা। এই বড় টিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশে এখনও উত্তপ্ত পরিবেশ বজায় রয়েছে। শান্তি খুঁজতে এবং জীবন জীব🅷িকার স্বার্থে ওপার থেকে মানুষ এপারে চলে আসছে। মুর্শিদাবাদ জেলায় এখন আধা সেনা নেমেছে এবং বনগাঁ পেট্রাপোল সীমান্তে নিরাপত্তা আরও কড়া হওয়ার জেরে কাঁটাতার পেরিয়ে আসতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা। মুর্শিদাবাদের পরিস্থিতির জেরেই সেটা হয়েছে। তাই এবার সুন্দরবনকে ঢাল করে এপারে চলে এসেছে অনুপ্রবেশকারীরা। আর বাংলাদেশ থেকে আসা ১২ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে সুন্দরবন এলাকায়। এই ঘটনায় আজ, সোমবার ব্যাপক আলোড়ন💟 ছড়িয়ে পড়েছে। পুলিশ ধৃতদের জেরা শুরু করেছে।
আরও পড়ুন: এপ্রিল মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী! কলকাতা থেকে জেলায় থাকতে পারে সফর
এই ১২ জন এপার বাংলায় নাশকতা করতে এসেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর বাংলাদেশ থেকে আসা জঙ্গিরাও এভাবে এসে ধরা পড়েছিল। অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে শুরু করেছে পুলিশ। দফায় দফায় জেরা করা শুরু হয়েছে ১২ জন বাংলাদেশের নাগরিককে। অনেকদিন ধরেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশের নাগরিকরা। পাকড়াও হয়েছে🌠 বহু বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে জঙ্গিরা। তাই পুলিশ এখন কোনও ঝুঁকি নিতে চাইছে না। একডজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ায় জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ গ্রামবাসীরা আতঙ্কিত।
এখানে বেশ কয়েকবার নাম–পরিচয় লুকিয়ে, নকল পরিচয়পত্র নিয়ে গা–ঢাকা দিয়ে ছিল বাংলাদেশের নাগরিকরা। তবে সকলেই গ্রেফতার হয়েছে বাংলার পুলিশের হাতে। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং পুলিশ। তার মধ্যেই আবার রাজ্যে গ্রেফতার একডজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সুন্দরবনের প্রত্যন্ত বাঘমারা জঙ্গল দিয়ে ঢুকেছিল তারা। পুলিশ সূত্রে খবর, সুন্দরবন এলাকায় কাঁটাতারের ব্যাপার নেই। নদীপথ দিয়ে ওই ১২ জন বাংলাদেশের জঙ্গল পেরিয়ে বাংলায় ঢোকে। ১২ জনের মধ্যে কয়েকজন মহিলাও আছে। মাঝরাতে তাদের গ্রেফতার করে পুলিশ। ভারতের কোনও পরিচ💎য়পত্রও তারা দেখাতে পারেনি🌊। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে।