সমাজ মাধ্যমে প্রায়ই কল্যাণী এইমসে নিয়োগের বিজ্ঞপ্তি চোখে পড়ে। যদিও একাধিকবার এইমস কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের বিজ্ঞপ্তি ভুয়ো। আর সেই বিজ্ঞপ্তি দেখেই এক ব্যক্তির সঙ্গে চাকরির জন্য যোগাযোগ করেছিলেন এক কিশোর ও এক তরুণী। অভিযোগ, এরপর তাদের ধর্ষণ করা হয়। যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি তাদের ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনায় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন দুই নির্যাতিত। অভিযোগের ভিত্তিতে পুলিশ বছর ৪৩-এর ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সানি বিশ্বাস।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে শিশুকন্যাকে 'ধর্ষণ করে খুন', সমাজ সংস্কারের বার্তা কুণাল ঘোষের
জানা গিয়েছে, ধৃত সানি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা। এদিকে, নির্যাতিতা কিশোরী ও তরুণী মুর্শিদাবাদের বাসিন্দা। অভিযোগ, ওই ব্যক্তি সমাজমাধ্যমে এইমসে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন থেকেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন দুই নির্যাতিতা। অভিযুক্তের বাড়ি উত্তর ২৪ পরগনায় হলেও কল্যাণীতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিজ্ঞাপনে যোগাযোগের জন্য সেই বাড়ির ঠিকানা দিয়েছিলেন তিনি। সেইমতো চাকরির আশায় দুই নির্যাতিত অভিযুক্তের দেওয়া ঠিকানায় গিয়েছিলেন। কিন্তু, অভিযোগ এর পরে তাদের ওই বাড়িতে আটকে রেখে ওই ব্যক্তি ধর্ষণ করেন। পড়ে ছেড়ে দেওয়া হয়। তবে একইসঙ্গে ধর্ষণের কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয়। ফলে বেশ কয়েকদিন নির্যাতিতারা মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত তারা গয়েশপুর ফাঁড়িতে বছর সানির বিরুদ্ধে অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। নির্যাতিতাদের মধ্যে একজন কিশোরী হওয়ায় পুলিশ পকসো আইনেও মামলা রুজু করেছে।