Kalipuja 2024: 'ভিলেন' দানা-বৃষ্টি! কালীপুজোয় প্যান্ডেল শেষ করতে কোথাও ডবল শিফ্টে কাজ, কোথাও পিছিয়ে গেল উদ্বোধন
1 মিনিটে পড়ুন Updated: 27 Oct 2024, 02:53 PM ISTদানার বৃষ্টির জেরে কী পরিস্থিতি কলকাতার তাবড় পুজোগুলির?
দানার বৃষ্টির জেরে কী পরিস্থিতি কলকাতার তাবড় পুজোগুলির?
কালীপুজোর আগে সদ্য সাইক্লোন দানার দাপটে অধোর বর্ষণে ভিজেছে শহর কলকাতা। এদিকে, এই বর্ষণের জেরে বহু তাবড় কালীপুজো কমিটিকে পুজো প্রস্তুতি পিছিয়ে দিতে হয়েছে। কোনও প্যান্ডেলের কাজ শেষ করতে এখন ডবল শিফ্টে চলছে কর্মকাণ্ড, আবার কোথাও দানার বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে পুজোর উদ্বোধনের কর্মসূচি। কলকাতার রাজপথ থেকে গলিতে কালীপুজোর প্রস্তুতির মাঝে দানা-বিঘ্ন ঘিরে কোন ছবি উঠে আসছে দেখা যাক।
কলকাতার নবযুবক সংঘের পুজো ‘ফাটাকেষ্টর কালীপুজো’ নামে খ্যাত। তারা বলছে, তাদের প্যান্ডেল একেবারে ঐতিহ্য মেনে হয়। দশক ধরে এমনই চলে আসছে। এদিকে, প্যান্ডেলের কারুকার্য, রঙিন কাপড় সবই দানার জেরে বৃষ্টিতে প্রভাবিত হয়েছে। এদিকে, পুজোর উদ্বোধন ৩১ অক্টোবর। সেই লক্ষ্যে সমস্ত প্যান্ডেলের কাজ শেষ করতে তারা ডবল শিফ্টে কাজ চালাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি প্যান্ডেলের কাজ শেষ করার চেষ্টা চলছে সেখানে। ১০ জন কর্মী রাত জেগে করছেন কাজ। আহর্মস্ট্রিটের সাধন শ্রী শ্রী কালীপুজো কমিটির পুজো ‘সোমেন মিত্রর কালীপুজো’ নামে খ্যাত। এখানে পুজো উদ্বোধন ২৯ অক্টোবর। পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে প্লাইউড দিয়ে। আর তা সাইক্লোনের জেরে বৃষঅটিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জেরে সেখানে ৩৬ ঘণ্টা পুজো প্যান্ডেলের কাজ বন্ধ ছিল। তাঁরা বলছেন, উদ্বোধনের পর পুজো প্যান্ডেলের বাকি কাজ শেষ হবে।