রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এল একটি নয়া না💛ম - অরুণ হাজরা! যে নাম শুনে নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। কারণ - এই অরুণ হাজরা আদতে উত্তর কলকাতার এক বিজেপি নেতা।
উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে তাদের তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। আর সেই চার্জশিটেই নাম রয়েছে এই অরুণ হাজরার। তথ্য ဣবলছে, এর আগে এই ব্যক্তির নাম নিয়োগ দুর্নীতির তদন্তে সামনে আসেনি।
এখন প্রশ্ন হল, এই অরুণ হাজরার বিস্তারিত পরিচয় কী? নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকাই বা কী ছিল?
প্রথম প্রশ্নের উত্তর হল - অরুণ হাজরা হলেন সেইসব ডিগবাজি খাওয়া রাজনৈতিক নেতাদের মতোই, যাঁরা সময় বুঝে দল এবং রং বদলান। কারণ, তথ্য বলছে - একটা সময় ছিল, যখন তিনি কংগ্রেস করতেন। তারপর মাঝে কিছু দিন ছিলেন তৃণমূল কংগ্রেসে। অতঃপর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো বিপ্লব ও বিদ্রোহ ঘট♊িয়ে তাপস রায় যখন বিজেপিতে যোগদা𓂃ন করেন, সেই সময়েই অরুণও ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নেন!
এবার আসা যাক দ্বিতীয় প্রশ্ন উত্তরে। সিবিআই তাদের পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে অরুণের সম্পর্কে যেসমস্ত দাবিদাওয়া করেছে, তা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হꦺবে, অরুণ হাজরা যথেষ্ট করিৎকর্মা মানুষ।
সিবিআই-এর দাবি, অযোগ্য ಞচাকরিপ্রার্থীদের তালিকা সরাসরি 'কালীঘাটের কাকু', অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রকে দিতেন এই অরুণ। এমনকী, তাঁর সেই তালিকা মিলিয়ে অন্তত ৫০ জন অযোগ্য প্রার্থী বিভিন্ন স্কুলে চাকরিও পেয়েছেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই। আর এক্ষেত্রে চাকরি প্রাপকদের কাছ থেকে মাথাপিছু অরুণের আয় হয়েছে ৫ থেকে ৮ ল🅘ক্ষ টাকা! এককথায়, এভাবে কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি!
সিবিআই-এর এই তিন নম্বর চার্জশিটে অরুণ হাজরা, সু♍জয়কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তনু বন্দ্য🐽োপাধ্যায়েরও নাম রয়েছে। চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে যোগ করা হয়েছে ২০১ নম্বর ধারা।
এর পাশাপাশি, আদালতের কাছে সিꦑবিআই ১১ জন সাক্ষীর গোপন জমানবন্দি নেওয়ারও আবেদন জানিয়েছে। জালিয়াতি, প্রতারণা, দুর্নীতিদমন আইন ও তথ্যপ🍸্রযুক্তি আইনের ধারাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিবিআই-এর চার্জশিটে অরুণ হাজ🎃রার নাম আসা নিয়ে প্রশ্ন ꧙করা হলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়ে দেন, 'বিজেপি নেতার নাম জড়িয়েছে, বিজেপিই উত্তর দেবে।'