ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে কলকাতা পুলিশে শতাধিক কনস্টেবল চাকরি পেয়েছেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ করল লালবাজার। তদন্তে ১৬টি শংসাপত্র শনাক্ত করেছে লালবাজার। যেগুলি ভুয়ো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তারপরেই ১৬ জনের নামে এফআইআর দায়ের করেছে লালবাজার।
আরও পড়ুন: কাস্ট সার্টিফিকেটও ভুয়ো! আরও অফিসারের ভূমিকা প্রশ্নের মুখে, খোঁজ করছে নবান্ন
তদন্তকারীদের অনুমান, এক্ষেত্রে মোটা টাকার লেনদেন হয়েছে। কারা এই ভুয়ো শংসাপত্র সরবরাহ করেছিল এবং কতজন ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন এবার তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, এই অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে লালবাজার। গোয়েন্দারা তদন্ত শুরু করেন। এর আগে ওই সালে চাকরি পাওয়া কনস্টেবলদের কাছ থেকে নথি তলব করা হয়েছিল। পরে সেই নথি যাচাই করার জন্য জেলা প্রশাসনগুলির সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে যোগাযোগ করেন লালবাজারের গোয়েন্দারা। জেলা থেকে এই সব নথি খতিয়ে দেখে সন্দেহ বাড়ে গোয়েন্দাদের। ফের সেগুলি পাঠিয়ে দেওয়া সংশ্লিষ্ট দফতরে। সেখানে ১৬টি সার্টিফিকেট নির্দিষ্ট কর্তৃপক্ষ ইস্যু করেনি বলে জানানো হয়। সেই রিপোর্টার পরেই গত ২৬ এপ্রিল ১৬ জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে এই শংসাপত্রগুলি ইস্যু করা হয়েছিল। বাকি শংসাপত্রগুলি যাচাইয়ের কাজ চলছে।