স্টাফ সিলেকশন কমিশনের নবম পর্যায়ে কর্মী নিয়োগ হবে। স্থায়ী পদেই নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
কোন কোন পদে নিয়োগ?
১. মাধ্যমিক, ২ উচ্চমাধ্যমিক এবং ৩. স্নাতক স্তরে নিয়োগ করা হবে।
প্রতিটি ক্ষেত্রেই আলাদা ও একাধিক স্তরের পরীক্ষা হবে। SSC CHSL, SSC CGL স্তরের প্রস্তুতি কাম্য।
আবেদন করা যাবে অন্য রিজিওনের হয়েও। অর্থাত্ পশ্চিমবঙ্গের বাসিন্দা চাইলে অন্য কোনও রিজিয়নের হয়ে আবেদন করতে পারবেন। পরীক্ষা নিজের রিজিয়নেই হবে।
বিশদে জানতে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন:
মোট শূন্যপদের সংখ্যা : ৩,২৬১ টি
বয়সের ঊর্ধ্বসীমা : ৩০ বছর। সংরক্ষিত তালিকাভুক্তরা বয়সের ঊর্ধ্বসীমায় নিয়মমাফিক ছাড় পাবেন। মাধ্যমিক পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর।
কবে থেকে আবেদন?
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
আবেদনের শেষ তারিখ: আবেদন করার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর।
আবেদন ফি : জেনারেল, ওবিসি প্রার্থীদের ১০০ টাকা করে ফি জমা করতে হবে। অনলাইনেই সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়া। বিশেষ তালিকভুক্তদের বিনামূল্যেই ফর্ম ফিলআপ হবে।