২০২৩ ওডিআই বিশ্বকাপের আগে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য যে ঘটনাটি পৌষ মাস হতে চলেছে, ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জন্য সেটাই সর্বনাশ হবে। ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস সম্ভবত ২০২৪ আইপিএল মিস করতে পারেন।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি স্টোকস বিশ্বকাপ খেলতে রাজি হয়, তবে হাঁটুর অস্ত্রোপচার এই সময়ে আর করানো সম্ভব হবে না। প্রসঙ্গত, অ্যাশেজের পর স্টোকস বলেছিলেন, তিনি বিশ্বকাপের এই সময়ে হাঁটুর অস্ত্রোপচার করাবেন। কারণ তিনি ৫০ ওভারের ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন। তাঁর দাবি ছিল, তিন ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়া, তার জন্য কঠিন বিষয়। আর ওডিআই না খেলার জন্য, যে ফাঁকা সময় পাবেন, তখন তিনি হাঁটুর অস্ত্রোপচার করাবেন। কিন্তু যদি স্টোকস অবসর ভেঙে বিশ্বকাপ খেলেন, তবে আগামী বছর আইপিএল চলাকালীন স্টোকসকে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। তাই তিনি ২০২৪ আইপিএল মিস করবেন।
আরও পড়ুন: চোটের জেরেই ক্রিকেট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন, অবসর নিলেন তারকা ব্রিটিশ পেসার
ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগস্টেই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করবে ইসিবি। সীমিত ওভারের কোচ ম্যাথু মট জানিয়েছেন, আসন্ন বৈঠকে দু'টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টোকসকে রাজি করিয়ে জস বাটলার আবারও তাঁকে ফিরিয়ে আনতে পারেন কি না, সেটাই দেখার। এছাড়া ২০১৯ বিশ্বকাপের হিরো জোফ্রা আর্চারের মেডিক্যাল রিপোর্টের উপরেও নজর রাখা হবে।
অবসর ভেঙে বিশ্বকাপে খেলার বিষয়টি বেন স্টোকস আগে একেবারে উড়িয়েই দিয়েছিলেন। ২০২৩ অ্যাশেজ সিরিজের সময় বিশ্বকাপে তাঁর সম্ভাব্য ইউ-টার্ন সম্পর্কে জিজ্ঞাসা করে হলে, স্টোকস দাবি করেছিলেন, ‘আমি অবসর নিয়েছি, আমি এই খেলার পরে ছুটিতে যাচ্ছি।’ সম্প্রতি, ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথিউ মট আগেই বলেছিলেন যে, বেন স্টোকসের সঙ্গে জস বাটলার কথা বলছেন এবং তাঁকে বিশ্বকাপে অবসর ভেঙে ফেরানোর জন্য বোঝাচ্ছেন।
মট ডেইলি মেইলকে বলেছেন, ‘বেনের সঙ্গে জোসই যোগাযোগ করবে। তবে বেন আমাদের সবাইকেই সোজাসাপ্টা যা বলার বলেছে। তবু আমরা দেখব, ও আগ্রহী কিনা। ও কী করতে চলেছে, সেই সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে আমরা এখনও আশাবাদী। আমি সব সময়ে বলেছি, ওর বোলিং একটি বোনাস হবে, ব্যাট হাতে ও গুরুত্বপূর্ণ।’
তিনি যোগ করেছেন, ‘পুরো অ্যাশেজ জুড়ে ওকে দেখে মনে হয়েছে, ওর উপস্থিতির গুরুত্ব অনেক। ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করার ক্ষেত্রে ও বছরের পর বছর ধরে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং ও আমাদের কাছে অমূল্য সম্পদ।’
এর আগে, সাম্প্রতিক অ্যাশেজ সিরিজের জন্য মইন আলিকে দোর করে টেস্ট অবসর থেকে বেরিয়ে আসতে রাজি করিয়েছিসেন বেন স্টোকসই। বিশ্বকাপে স্টোকসের কাছ থেকে অনুরূপ কিছু দেখার আশা করছেন ভক্তরাও।