বাংলা নিউজ > ক্রিকেট > BGT 2024 Virat-Konstas Controversy: 'ম্যাচ রেফারি দেখবেন…', কনস্টাসকে 'বিরাট ধাক্কায়' শাস্তির দাবি পন্টিং-ভনদের
অভিষেকে নেমেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন বছর ১৯-এর স্যাম কনস্টাস। তবে বিরাট কোহলি তাঁর সঙ্গেই ধাক্কা খেয়ে বিতর্কের জন্ম দিলেন। অভিযোগ করা হচ্ছে, বিরাট ইচ্ছাকৃত ভাবেই তরুণ ব্যাটারকে ধাক্কা দিয়েছিলেন। এহেন পরিস্থিতিতে ভারতীয় কিংবদন্তিকে নিয়ে সমালোচনা শুরু করলেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। রিকি পন্টিং থেকে শুরু করে মাইকেল ভনরা তো দাবি তুলেছেন যাতে কোহলির বিরুদ্ধে আইসিসি ম্যাচ রেফারি পদক্ষেপ করেন। রিকি পন্টিং কমেন্ট্রিতে দাবি করেন, বিরাট ইচ্ছে করে এই ধাক্কা মেরেছেন। তিনি বলেন, 'দেখুন বিরাট কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো সময় ও ডানদিক দিয়ে হেঁটে গেল এই সংঘর্ষ বাঁধানোর জন্যে। আমার মনে এই নিয়ে কোনও সন্দেহ নেই।' (আরও পড়ুন: 'মাঠে যা হল...', ৩৬-এর কোহলির 'ধাক্কা খেয়ে' কী বলছেন বছর ১৯-এর কনস্টাস?)