ই🐻ন্ডিয়ান প্রিমিয়র লিগ ও পাকিস্তান সুপার লিগের প্রাইজ মানির মধ্যে ফারাক বিস্তর। পিসিবির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএসএল ২০২৫-এর চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা। রানার্স দল পুরস্কার হিসেবে পাবে ২ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লক্ষ টা𒉰কা।
অন্যদিকে বিসিসিআই গত বছর পর্যন্ত আইপিএলের চ্যাম্পিয়ন দলক♒ে পুরস্কার হিসেবে দিয়েছে ২০ কোটি টাকা। ইন্ডিয়ান প্রিমিয়ির লিগের রানার্স দলকে বিসিসিআই ১২ কোটি ৫০ লক্ষ টাকা প♚ুরস্কার দেয়। যার অর্থ, পিএসএলের চ্যাম্পিয়ন দলের থেকে প্রায় তিনগুণ বেশি টাকা পুরস্কার পায় আইপিএলের রানার্স দল।
এবার দেখে নেওয়া যাক আইপিএল ও পিএসএলের প্রতি ম্যাচের শেষে ব্যক্তিগত পুরস্কার জেতা ক্রিকেটাররা কত টাকা করে হাতে পেয়ে থাকেন। উল্লেখ্য, এক꧙্ষেত্রে লিগ পর্বে পিএসএলের প্রতি ম্যাচের সেরা ক্রিকেটার বেশি টাকা পান আইপিএলের থেকে। তবে অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে আইপিএল এগিয়ে।
বিসিসিআই আইপিএলের প্রতি লিগ ম্যাচে ব্যক্তিগত পারফর্ম্যান্সে চমক দেওয়া ক্রিকেটারদের প্রাইজ মানিতে কোনও ভেদাভেদ করেনি। প্রতি ম্যাচের শেষে মোট ৬টি বিভাগে পুরস্কার দেওয়া হয় আইপিএলে🍨। ৬টি পুরস্কারের জন্যই স্মারক ছাড়াও ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকা করে দেওয়া বিজয়ী ক্রিকেটারকে।
আরও পড়ুন:- IPL 2025🌳: এক মাঠে ছক্কার সেঞ্চু🐎রি, বিরাট কোহলিদের সঙ্গে এলিট লিস্টে রোহিত
আইপিএলের প্রতি ম্যাচের পুরস্কার তালিকা
১. সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।
২. ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।
৩. মোস্ট সিক্সেস অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।
৪. অন দ্য গো ফোরস অ্যাওয়ার্ড- ১ লক্ষ টাকা।
৫. গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।
৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- ১ লক্ষ টাকা।
আরও পড়ুন:- IPL-এ দ্বিতীয় দ্রুততম ১০০০ ট্র্যাভিস হেডের, রেকর্ড রয়েছে এই KKRౠ তারকার দখলে
পিএসএলে ছবিটা একটু ভিন্ন। পিএসএলেও প্রতি ম্যাচের শেষে এক🌃াধিক বিভাগে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়। তবে সকলকে সমান প্রাইজ মানি দেওয়া হয় না।
পিএসএলের প্রতি ম্যাচের পুরস্কার তালিকা
১. সুপার ಌপাওয়ার অফ দ্য ডে- পাকিস্তানি মুদ্রায় ৩ লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯১ হাজার টাকা।
২. ক্যাচ অফ দ্য ম্যাচ- পাকিস্তানি মুদ্রায় ২ লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 𓂃🉐৬০ হাজার টাকা।
৩. এনার্জেটিক ব্যাটার অফ দ্য ম্যাচ- পাকিস্তানি মুদ্রায় ২꧃ লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা।
৪. প্লেয়ার অফ দ্য ম্যাচ- পাকিস্তানি মুদ্রায় ৫ লক্ষ টাক❀া ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৫২ হাজার টাকা।