Ajinkya Rahane on Sunil Narine: দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে ১৪ রানের জয়, IPL 2025-এর প্লে-অফের দৌড়ে ফের এগিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। অক্ষরদের হারিয়ে পুনরায় জয়ের পথে ফিরতে চাইছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন KKR-এর অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন, তাঁরও প্রশংসা করেন রাহানে। নারিন এমন এক সময়ে দুর্দান্ত স্পেল করেন, যখন মনে হচ্ছিল স্বাগতিক দিল্লি সহজেই ম্যাচ জিতে নেবে, কিন্তু তিনি মধ্যক্রমে আঘাত হেনে ম্যাচের রূপ পাল্টে দেন।
অরুণ জেটলি স্টেডিয়ামে ২০৫ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি ক্যাপিটালস ১৩৬/৩ স্কোরে পৌঁছে গিয়েছিল, তখন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর ম্যাজিক শুরু হয় এবং দ্রুত উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ১৬০/৮ স্কোরে নেমে আসে। শেষদিকে বিপ্রজ নিগমের লড়াকু ইনিংস সত্ত্বেও ডিসি ১৪ রানে হেরে যায় এবং ঘরের মাঠে তাদের দুর্দশা অব্যাহত থাকে।
কখন বুঝলেন ম্যাচ KKR-এর পক্ষে যাচ্ছে? কী বললেন রাহানে?
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণীতে অজিঙ্কা রাহানে বলেন, ‘যখন সুনীল বোলিংয়ে এসে দুটো উইকেট নেয় এবং ওরা তিন উইকেট হারায়, তখন আমি বুঝেছিলাম, ম্যাচটা আমাদের দিকে যাচ্ছে। ব্যাটিংয়ে আমরা কিছুটা কম রান করেছিলাম বলে মনে হচ্ছিল। তবে সুনীল দারুণ বোলিং করেছে, রাসেলেরও ভালো সাপোর্ট ছিল এবং অনুকুল রায়ও ভালো বল করেছে। ও আমাদের জন্য নিয়মিত ভালো খেলছে, তাই ওকে সমর্থন করেছি।’
আরও পড়ুন … ব্যাট হাতে ২৭ রান, বল নিয়ে ৩ উইকেট সঙ্গে একটি করে ক্যাচ ও রান আউট! ম্যাচের সেরা হয়েও কাদের কৃতিত্ব দিলেন নারিন?
ও (সুনীল নারিন) আমাদের জন্য ম্যাচ উইনার- অজিঙ্কা রাহানে
সুনীল নারিন সম্পর্কে আরও বলতে গিয়ে অজিঙ্কা রাহানে তাঁকে ‘চ্যাম্পিয়ন বোলার’ হিসেবে আখ্যা দেন। রাহানে আরও বলেন, ‘ও (সুনীল নারিন) আমাদের জন্য ম্যাচ উইনার। একজন অধিনায়ক হিসেবে ও এবং বরুণকে দলে পাওয়া অনেক বড় সুবিধা। নারিন সবসময় আগেই প্র্যাকটিসে চলে আসে, কঠোর পরিশ্রম করে, এমনকি ব্যাটিংয়েও। আন্দ্রে রাসেলও বোলিং নিয়ে অনেক কাজ করছে। সে ট্রেনিংয়ে ইয়র্কার অনুশীলন করছে, তাই আমরা ওকে সমর্থন করেছি। যখনই ও বল করেছে, উইকেট এনে দিয়েছে।’
আরও পড়ুন … কেমন আছেন অক্ষর প্যাটেল? KKR-এর কাছে হেরে নিজের চোট নিয়ে কথা বললেন DC ক্যাপ্টেন
ম্যাচের ছবিটা কেমন ছিল?
ম্যাচের দিকে তাকালে দেখা যায়, দিল্লি ক্যাপিটালস টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কেকেআরের প্রথম চার ব্যাটার—রহমানউল্লাহ গুরবাজ (১২ বলে ২৬, পাঁচটি চার ও একটি ছক্কা), সুনীল নারিন (১৬ বলে ২৭, দুটি চার ও দুটি ছক্কা), অধিনায়ক অজিঙ্কা রাহানে (১৪ বলে ২৬, চারটি চার ও একটি ছক্কা) এবং অংকৃষ রঘুবংশী (৩২ বলে ৪৪, তিনটি চার ও দুটি ছক্কা)—দ্রুত রান তোলেন। এরপর অংকৃষ ও রিঙ্কু সিং (২৫ বলে ৩৬, তিনটি চার ও একটি ছক্কা) মিলে ৬১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন, যার ফলে কেকেআর ২০৪/৯ রান তোলে। দিল্লির হয়ে মিচেল স্টার্ক ৩/৪৩, বিপ্রজ নিগম ২/৪১ এবং অধিনায়ক অক্ষর প্যাটেল ২/২৭ উইকেট নেন।
আরও পড়ুন … তোমাদের দলের বেবিটা এমন শট খেলছে যেন অনেক অভিজ্ঞ… বৈভবকে নিয়ে কী বললেন ধোনি-কোহলি?
জবাবে ব্যাট করতে নেমে ডিসি পাওয়ারপ্লে শেষে ছিল ৬০/৩। এরপর ফাফ ডু প্লেসি (৪৫ বলে ৬২, সাতটি চার ও দুটি ছক্কা) ও অধিনায়ক অক্ষর প্যাটেল (২৩ বলে ৪৩, চারটি চার ও তিনটি ছক্কা) মিলে ৭৬ রানের জুটি গড়ে দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তবে নারিনের বলে অক্ষর আউট হতেই ডিসির পতন শুরু হয় এবং তারা ১৬০/৮ স্কোরে নেমে আসে। শেষদিকে বিপ্রজ নিগম (১৯ বলে ৩৮, পাঁচটি চার ও দুটি ছক্কা) চেষ্টা করলেও ডিসি থেমে যায় ১৯০/৯-এ। সুনীল নারিন ছিলেন কেকেআরের সেরা বোলার, ৪ ওভারে ৩/২৯ নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২/৩৯ নেন। এছাড়া অনুকুল, বৈভব এবং রাসেল একটি করে উইকেট শিকার করেন।