ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, হার্দিক পান্ডিয়া যদি নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন, তাহলে তিনি নেতৃত্বে ফিরে আসতে পারেন। মঞ෴্জরেকর মনে করেন বিষয়টা এভাবে চললে হার্দিকের ভারতের অধিনায়ক হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
হার্দিক পান্ডিয়া সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং দীর্ঘদিন ধরে তাঁকে ভারত꧅ের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল।𒅌 তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা অবসর নেওয়ার পর অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। পাশাপাশি, চলতি ইংল্যান্ড সিরিজে পান্ডিয়ার পরিবর্তে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করা হয়েছে।
আরও পড়ুন… Ra❀nji Trophy 2024-2𒆙5: মুম্বইয়ের শেষ লিগ ম্যাচে খেলবেন না রোহিত, যশস্বী ও শ্রেয়স
সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘ভারতীয় ক্রিকেটের গতিপ্রকৃতি বদলাতে পারে, বিশেষ করে বিসিসিআই-এর নতুন ম্যানেজমেন্ট বা ন🅘ির্বাচক কমিটি এলে। প্রত্যেকেরই আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। হার্দিক পান্ডিয়ার জন্য মূল বিষয় হল, তিনি নিয়মিত খেলার ইচ্ছা দেখান কি না। তিনি প্রায়ই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না, তবে যদি তিনি নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করেন, তাহলে তার অধিনায়কত্বের দাবি আরও জোরালো হবে।’
হার্দিক পান্ডিয়ার স্থগিত টেস্ট কেরিয়ার
২০১৮ এশিয়া কাপে বড়সড় পিঠের চোট পাওয়ার পর হার্দিক পান্ডিয়ার টেস্ট কেরিয়ার কার্যত থমকে যায়। এই চোট তার কেরিয়ারই শেষ করে দেওয়ার উপক্রম করেছিল। কারণ দীর্ঘ সময় ধরে তিনি বোলিং করতে পারছিলেন না। তবে ২০২৩ সাল থেকে তিনি আবারও ভারতের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত অলরাউন্ডার হিসেবে ফিরে আসেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে যাওয়াও ভারতের ফাইনালে💙 হারের অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
আরও পড়ুন… IND vs ENG: শামি কি আদৌ খেলবেন? সূর্𒀰য আর গ🐎ম্ভীরের দিকে বল ঠেললেন ব্যাটিং কোচ
তবে পান্ডিয়ার শেষ টেস্ট ম্যাচ ছিল ২০১৮ সালের অগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে। এখনও পর্যন্ত ১১টি টেস্ট খেলে হার্দিক পান্ডিয়া ৩১.২৯ গড়ে ৫৩২ রান করেছেন, যেখানে একটি শতরান ও পাঁচটি অর্ধশত꧑রান রয়েছে। বোলিংয়ে তার উইকেট সংখ্যা ১১টি, গড় ৩১.০৫।
হার্দিক পান্ডিয়া নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ ছিল ২০১৮ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতে মুম্ব⛎ইয়ের বিরুদ্ধে বরোদার হয়ে। সেই ম্যাচে প্রথম ইনিংসে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে দুইটি উইকেট♋ নেন তিনি। বরোদার একমাত্র ইনিংসে ৭৩ রানও করেছিলেন। ম্যাচটি ড্র হয়েছিল।