সিডনি টেস্টে রোহিত শর্মার না খেলা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। তিনি ফের ভারতের হয়ে টেস্ট খেলবেন কিনা, টেস্ট থেকে অবসর নিচ্ছেন কিনা, ফের ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করবেন কিনা, এমন বিস্তর প্রশ্ন সামনে উঠে আসে। শনিবার সেই সব জল্পনায় জল ঢাললেন রোহিত নিজে।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চে স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে ছবিটা একেবারে পরিস্কার করে দিলেন হিটম্যান। জানিয়ে দিলেন যে, লড়াই ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। ক্যাপ্টেন হিসেবে গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে থাকা ছেলেদের খেলানো উচিত বলে মনে হয়েছে তাঁর। তিনি নিজে রান পাচ্ছেন না। তাই দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
রোহিত সমর্থকদের আশ্বস্ত করেন এই বলে যে, তিনি কোনওভাবেই টেস্ট থেকে অবসর নিচ্ছেন না। তাঁর কথায়, 'অবসর নিচ্ছি না। আমি খেলা ছেড়ে পালিয়েও যাচ্ছি না। আজ ব্যাট চলছে না। কোনও নিশ্চয়তা নেই যে পাঁচমাস পরেও ব্যাট চলবে না। দু'মাস পরে ব্যাট চলবে না। আমরা ক্রিকেটে দেখেছি যে, প্রতি মিনিটে জীবন বদলে যায়। আমি এই ম্যাচের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছি।'
রোহিত আরও যোগ করেন, 'যাঁরা কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন, তাঁরা কী লিখলেন, তাতে আমাদের জীবন বদলে যাবে না। ওঁরা ঠিক করবেন না আমরা খেলব কিনা, ক্যাপ্টেন্সি করব কিনা। আমি পরিণত। দু'ছেলের পিতা। তাই দলের স্বার্থে আমার যেটা সঠিক মনে হয়েছে, সেটাই করেছি। কেননা দিনের শেষে দলকে ম্যাচ জেতানোটাই আসল কথা। নিজের পারফর্ম্যান্স নয়।'
তার আগে রোহিত জানান যে কীভাবে কোচ ও নির্বাচকদের সামনে নিজের প্রস্তাব রাখেন। তিনি বলেন, ‘মেলবোর্ন টেস্টের পরেই আমি কোনও সিদ্ধান্ত নিইনি। সবাই নববর্ষের আবহে ছিল। তাই সেই সময় এই নিয়ে আলোচনা করিনি। এখানে (সিডনিতে) এসে কোচ ও নির্বাচকদের বলি যে, আমি রান পাচ্ছি না। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা ফর্মে রয়েছে তাদের মাঠে নামানো উচিত। টিম ম্যানেজমেন্ট আমার সিদ্ধান্তকে সমর্থন করে। বলে, তুমি এতদিন ধরে খেলছ। তুমি ক্যাপ্টেন। যা ভালো বুঝবে সেটাই করো।’
হিটম্যান শেষে এও জানান যে, নিজের জন্য ক্রিকেট খেলে লাভ নেই। দলের সাফল্যটাই আসল কথা। যারা নিজের জন্য খেলে, তাদের জাতীয় দলে জায়গা হওয়া উচিত নয়।