🌱 পঞ্জাব কিংসের ব্যাটসম্যান নেহাল ওয়াধেরা ভাবতেই পারেননি যে তিনি আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের জার্সি গায়ে মাঠে নামবেন। নিজের অভিষেক ম্যাচ নিয়ে মজার কাহিনি জানালেন নেহাল ওয়াধেরা। ১ এপ্রিল (মঙ্গলবার) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে তিনি প্রথমবারের মতো মাঠে নামেন। এই ম্যাচ শুরু হওয়ার আগেও তিনি নিশ্চিত ছিলেন যে এই ম্যাচে তিনি খেলবেন না। সেই কারণেই নেহাল ওয়াধেরা আলাদা ব্যাটিং ও ফিল্ডিং কিটও আনেননি, যা সাধারণত খেলোয়াড়রা সঙ্গে রাখেন।
♐তবে ভাগ্য তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। ১৯তম ওভারে তিনি ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নামার ডাক পান। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে নেহাল ওয়াধেরা বলেন, ‘আমি তেমন নার্ভাস ছিলাম না, তবে জানতামই না যে আজ খেলবো। তাই আমি শুধু একটা কিট নিয়ে এসেছিলাম। পরে জানতে পারলাম যে আজ খেলতে হবে।’
আরও পড়ুন … ജNZ vs PAK ODI 2nd: কাজে এল না ফাহিম আশরাফের লড়াই, ৮৪ রানে ম্যাচে জিতে সিরিজ দখল করল নিউজিল্যান্ড
অপরাজিত জুটি গড়ে দলকে সহজ জয়ী করেন
☂পঞ্জাব কিংসের ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন নেহাল ওয়াধেরা। তার আগে প্রভসিমরান সিং ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। নেহাল ওয়াধেরা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন, যাতে লখনউ বোলাররা ম্যাচে ফিরতে না পারে। তিনটি চার ও চারটি ছক্কায় তিনি অপরাজিত ৪৩ রান করেন। তার সঙ্গে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (৫২ রান, ৩০ বলে) অপরাজিত ৬৭ রানের জুটি গড়ে মাত্র ১৬.২ ওভারে জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন … ܫJasprit Bumrah's Injury Update: কবে ফিরবেন বুমরাহ? আকাশদীপ-মায়াঙ্কের চোটের খবর কী?
এই জয় আমাদের খুব দরকার ছিল- নেহাল ওয়াধেরা
🃏এই জয়ের ফলে আইপিএলের ২০২৫ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পঞ্জাব কিংস। এটি আইপিএলের ১৮ বছরের ইতিহাসে মাত্র চতুর্থবারের মতো ঘটলো, যেখানে পঞ্জাব কিংস মরশুমের প্রথম দুই ম্যাচেই জয় পেল। এরপরে নেহাল ওয়াধেরা বলেন, ‘এই জয় আমাদের খুব দরকার ছিল। শ্রেয়স ভাই, আমাদের বোলাররা এবং প্রভসিমরান অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।’
আরও পড়ুন … 🦄Premier League: অফসাইডের সিদ্ধান্তে স্বচ্ছতার জন্য আনা হচ্ছে নতুন প্রযুক্তি
ক্যাপ্টেন আইয়ার ও কোচ পন্টিংয়ের প্রশংসা
🦹ম্যাচের পরে ওয়াধেরা জানান যে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার তাঁকে ব্যাটিংয়ের সময় অনেক গাইড করেছেন। মিড-ইনিংসের সময় কি নেট রান রেট নিয়ে আলোচনা হয়েছিল কিনা, সে সম্পর্কে জানতে চাইলে ২৪ বছর বয়সি ওয়াধেরা বলেন, ‘না, নেট রান রেট নিয়ে কোনও কথা হয়নি। প্রভসিমরান আমাদের দুর্দান্ত সূচনা এনে দিয়েছিল, তাই আমরা সহজেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।’ গত মরশুমে মুম্বই ইন্ডিয়ানস দলে থাকা ওয়াধেরা এখন নতুন দল পঞ্জাব কিংসে দারুণভাবে জ্বলে উঠেছেন।