চেন্নাই সুপার কিংসের বাজেভাবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারের পর বিরক্ত প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। একদা মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই রাইজিং পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন বাংলার এই মন্ত্রী। জাতীয় দলেও খেলেছেন ধোনির সঙ্গে। কিন্তু নাইটদের বিপক্ষে সিএসকের অসহায়ত আত্মসমর্পণ দেখে হতাশ এবং বিরক্ত সেই মনোজ তিওয়ারি। বাধ্য হয়েই ধোনিদের প্ল্যানিং নিয়েই তুলে দিলেন প্রশ্🌌ন।
সিএসকের প্ল্যানিং নিয়ে প্রশ্ন মনোজের
সুনীল নারিন আগের দিন যখন ঝড়ের গতিতে ব্যাটিং করছেন, তখন তাঁর বিরুদ্ধে ধোনি বা অশ্বিন কেউ কোনও প্ল্যানিংই করেননি, এমনই দাবি করলেন 🐻মনোজ। ১৮ বলে ৪৪ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন নারিন। যে উইকেটে স্পিনাররা সুযোগ পেয়ে থাকে, সেখানেই নারিনকে কার্যত রান তোলার মতো মসৃণ রাস্তা তৈরি করে দিয়েছিল ধোনিরা, এমনই দাবিল করেছেন মনোজ তিওয়ারি।
চূড়ান্ত ব্যর্থ অশ্বিন
এবারের আইপিএলে প্রায় ১০ কোটি টাকায় অশ্বিনকে চেন্নাই দলে নিলেও তিনি এখনও পর্যন্ত নিয়েছেন মাত্র ৫ উইকেট, রান দিয়েছেন প্রায় ১০র কাছাকাছি। এসব দেখেই মনোজ বলছেন, ‘আগে থেকে কেন ওরা প্ল্যানিং করে হোমওয়ার্ক করে আসছে না? হারের পর তো একটা পর্যালোচনা হবে। কিছু জিনিস আমার মাথায় ঢুকছে না। যেমন অশ্বিন বাঁহাতি ব্য়াটারদের রাউন্ড দ্য স্টাম্প বোলিং করলেও আজকে নারিনকে ওভার দ্য স্টাম্প বোলিং করল, যার জন্য নারিনের রান তোলাও সহজ হয়ে গেল। এগুলো খুব ছোট ছোট বিষয় হলেও নজর রাখতে হবে। দলে যখন মহেন্দ্র সিং ধোনির মতো একজন অভিজ্ঞ উইকেটকিপার রয়েছে, তখন এগুলো কীভাবে হচ্ছে? ওদের কি মাথা কাজ ꦇকর♛া বন্ধ হয়ে গেছে? ’।
নূরকে কেন এত দেরি বোলিং?
মাত্র ১০.১ ওভারের মধ্যেই কেকেআর সেই রান চেজ করে নেয়। রাহানে এবং রিঙ্কু সিং অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। এটা চেন্নাইয়ের এবারের আইপিএলে টানা পঞ্চম হার ছিল, যার ফলে তাঁদের প্লে অফের রাস্তা কঠিন হয়ে গেছে। এসব দেখেই ধোনির প্রাক্তন সতীর্থ মনোজ আরও বলছেন, ‘এখান থেকে সিএসকে শুধুই নিচের দিকে যাবে। এটা শেষ তিন চারটে ম্যাচেই দেখা যাচ্ছে। ক্রিকেটারদের শট সিলেকশন দেখ একবꦗার, এত বছর ক্রিকেট খেলার পর, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। আমি একဣটা জিনিস বুঝতে পারিনি, যেখানে আইপিএলের পার্পেল ক্যাপের দৌড়ে সবার ওপরে রয়েছে নূর আহমেদ, তাকেই অষ্টম ওভারে বোলিং করতে আনা হল? আর এসেই কি করল? প্রথম বলেই নারিনের উইকেট তুলে নিল ’।