চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর থেকে উৎসবে মেতে রয়েছে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা জয়সূচক বাউন্ডারি হাঁকানোর পর থেকেই শুরু হয়ে যায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের সেলিব্রেশন। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে রোহিত এবং কোহলির কাছে এই জয় নিঃসন্দেহে একটু বেশি স্পেশ্যাল ছিল। যে কারণে তাঁদের দু'জনকে ছেলেমানুষের মতো আবেগে ভাসতে দেখা যায়।
একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে ভাসেন প্রথমে। মাঠে নেমে উইকেট নিয়ে শুরু করে দেন ডান্ডিয়া নাচ। ছেলেমানুষের মতোই তাঁরা উৎসব করছিলেন। দেখে মনে হচ্ছিল, এক লাপে বয়স বছর কুড়ি কমে গিয়েছে। টিনেজ এজে চলে গিয়েছেন এই মুহূর্তে ভারতীয় দলের দুই সবচেয়ে সিনিয়র সদস্য।
আরও পড়ুন: আনফিট তকমাকে বুড়ো আঙুল,Champions Trophy-র ফাইনালে ম্যাচের সেরা হয়ে ইতিহাস অধিনায়ক রোহিতের
তবে শুধু কোহলি বা রোহিত নন, দলের প্রতিটা সদস্যই আবেগে ভেসে যান। কোচ গৌতম গম্ভীর তাঁর গুরু গম্ভীর ভাবমূর্তি থেকে বের হয়ে, জয়ের উৎসবে যোগ দেন। শ্যাম্পেন ছেটানো, তাতে স্নান করা, স্টেডিয়ামে সজোরে পঞ্জাবি সঙ্গীতের তালে তাল মেলানো, একাধিক সেলফি ক্লিক করা- ভারতীয় দলের পার্টি শুরু হয়েছিল স্টেডিয়াম থেকেই। মাঠে সেলিব্রেশনের পর ড্রেসিংরুমে ফিরেও চলে উৎসব, রোহিতের কেক কাটা, একে অপরের সঙ্গে ছবি তোলা, নাচানাচি করা- সব মিলিয়ে আনন্দের জোয়ারে ভাসছিল মেন ইন ব্লু। আর ভারতীয় দলের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উচ্ছ্বাস যেন গোটা শহরকেই আঁকড়ে ধরেছিল। স্টেডিয়াম থেকে শুরু করে হোটেল সর্বত্রই উৎসবের ঢেউ ছিল বাঁধনহীন।
শয়ে শয়ে ভক্তরা সাদা কোট এবং গলায় বিজয়ীদের পদক পরা তাঁদের প্রিয় সুপারস্টারদের এক ঝলক দেখার জন্য টিম হোটেলের বাইরেও ভিড় জমিয়েছিলেন। টিম ইন্ডিয়ার বাস যখন স্থানীয় সময় রাত ১১টার দিকে আইকনিক বুর্জ খলিফা থেকে অনেকটাই দূরে একটি বিলাসবহুল হোটেলে পৌঁছয়, তখন রোহিত-কোহলিদের ঘিরে সেখানকার উন্মাদনাও ছিল দেখার মতো। তবে হোটেলকর্মীদের তৎপরতায়, হোটেলের ভিতর কেউ ঢুকতে পারেননি।
আরও পড়ুন: অতিমানব ফিলিপস, বাতাসে লাফিয়ে ০.৭৮ সেকেন্ড নিলেন শুভমনের উড়ন্ত ক্যাচ, হতচকিত ক্রিকেট বিশ্বও- ভিডিয়ো
ভারতীয় দলকে হোটেলে বিশেষ ভাবে ওয়েলকাম জানানো হয়। আতশবাজি, পুষ্পবৃষ্টি, সঙ্গে বাজনা- হইহই করে টিম হোটেলে ঢোকেন সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ী প্লেয়াররা। তবে হোটেলে ফিরেই সেই মুহূর্তে প্লেয়াররা যে যাঁর ঘরে চলে যান। কারণ প্রত্যেকেই ক্লান্ত ছিলেন। তবে ভক্তরা প্রিয় তারকাদের দেখার জন্য তখনও হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। ভারতীয় নিরাপত্তরক্ষারক্ষীদের কাছে অনুরোধ করছিলেন, ‘স্যার, অনুগ্রহ করে তাদের একবার বারান্দায় ডাকুন, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি।’ নিরাপত্তারক্ষারা অবশ্য বলে দেন, ‘বাড়ি যাও, ওরা এখন বিশ্রাম নেবে। ওরা খাবে, মজা করবে। ওরা এখন আসবে না।’ তার পরেও অবশ্য অপেক্ষা করছিলেন সমর্থকেরা।