সামনেই লোকসভা ভোট। তার আগে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কার্যত কুরুচিপূর্ণ আঘাত করলেন আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিন্দু নন। আসলে তাঁর নিজের পরিবার বলে কিছু নেই। সেকারণেই তিনি এই ধরনের পরিবারবাদের কথা বলেন। পাটনায় জনবিশ্বাস মহা সভাতে লালু প্রসাদ পদে পদে প্রধানমন্ত্রীকে নিশানা করে তির ছোঁড়েন। তাঁর কথায় পরিবারবাদের রাজনীতির কথা বলেন মোদী। তিনি ঘৃণা ছড়াচ্ছেন ক্রমাগত। একটি ভিডিয়ো সোস্য়াল মিডিয়ায় শেয়ার হচ্ছে ক্রমাগত। সেখানে লালু প্রসাদ মোদীকে আক্রমণ করতে গিয়ে কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাঁকে বলতে শোনা যায়, কেয়া হ্যায় মোদী, কোই চিজ হ্যায়? ইয়ে নরেন্দ্র মোদী পরিবারবাদ পর হামলা কর রহা হ্যায়। তুম বাতাও তুমকো কিউ কোই সন্তান নেহি হ্যায়। জাদা সন্তান হোনেবালে লোগো কো বোলতা হ্যায় কি পরিবারবাদ হ্যায়, পরিবার-কে লিয়ে ইয়ে লোগ লড় রহে হ্যায়। সেই সঙ্গেই লালু বলেন, মোদীর নিজের কোনও পরিবার নেই। এজন্য আমরা কী করব? সেই সঙ্গেই তিনি বলেন, তিনি তো প্রকৃত হিন্দুও নন। হিন্দু ঐতিহ্য় অনুসারে একজন পুত্র তাঁর বাবা মায়ের মৃত্যুর পরে মাথা মুড়িয়ে ফেলেন, তাঁরা দাড়ি কেটে ফেলেন। কিন্তু যখন মা মারা গেলেন তখন মোদী এটা করলেন না। ভোটের মুখে কার্যত মোদীকে নিশানা করে ব্যক্তিগত আক্রমণ করলেন লালু প্রসাদ যাদব। এরপরই বক্তব্য শেষের মুখে লালু প্রসাদ বলেন, আগামী ভোটের জন্য় সব তৈরি হোন। সামনেই লোকসভা ভোট। একদিকে এনডিএ জোট। আর অন্যদিকে কংগ্রেস পরিচালনাধীন ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী ইতিমধ্য়েই বিভিন্ন এলাকায় মিটিং, মিছিল করছেন। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের পালে হাওয়া তুলতে চেষ্টার কোনও কসুর করছেন না ইন্ডিয়া জোটের নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত রাহুল গান্ধীদের এই প্রচেষ্টা কতটা কাজে লাগবে সেটাও প্রশ্নের। তবে এভাবে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ কতটা শোভন সেই প্রশ্নও উঠছে।