Anupam Kher: 'সম্মান ভীষণই মূল্যবান পুরস্কার, সস্তার লোকজনের থেকে সেটা আশা করা যায় না'! কেন লিখলেন অনুপম খের?
1 মিনিটে পড়ুন Updated: 28 Apr 2023, 04:18 PM IST'দ্যা কাশ্মীর ফাইলস' পুরস্কার না জেতার কারণে শুক্রবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অনুুপম খের। লেখন, ‘সম্মান ভীষণই গুরুত্বপূর্ণ পুরস্কার, এটা সস্তা লোকজনের থেকে আশাও করবেন না।’ হ্যাশট্যাগে অনুপম ‘দ্যা কাশ্মীর ফাইলস’-এর নাম রেখেছেন। অনুপম কেন এই পোস্ট করেছেন তা বেশ স্পষ্ট।
অনুপম খের (দ্যা কাশ্মীর ফাইলস)