২৫ ডিসেম্বর বাঙালি বিশেষ করে দেব অনুরাগীদের কাছে বিশেষ একটি দিন। হবে নাই বা কেন। এদিন যে টলিউডের সুপারস্টারের জন্মদিন। এই বছর ৪২ বছরে পা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা, প্রযোজক। আর এবারের জন্মদিনে তাঁর নতুন ভূমিকার উদযাপন করল তাঁর গোটা টিম। কী বলুন তো?
আরও পড়ুন: মধুমিতাকে চোখে হারাচ্ছেন দেবমাল্য! জুটি বেঁধে 'সেরা ক্রিসমাস ইভ' কাটালেন কীভাবে?
দেবের জন্মদিনে কী ঘোষণা করল অভিনেতার প্রযোজনা সংস্থা?
যাঁরা খাদান দেখেছেন ইতিমধ্যেই তাঁরা হয়তো খেয়াল করে থাকবেন, সেখানে নাম দেখানোর সময় ক্রিয়েটিভ ডিরেক্টরের পাশে জ্বলজ্বল করছিল দেবের নাম। হ্যাঁ, এই প্রথম কোনও ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন তিনি। বলা যায়, অভিনেতা, সাংসদ এবং প্রযোজকের পর এটা তাঁর একটি নতুন ভূমিকা। আর তাঁর এবারের জন্মদিনে সেই নতুন ভূমিকার উদযাপন করল তাঁর টিম।
দেবের জন্মদিন উপলক্ষ্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই শুরুতেই দেখা যায় লেখা আছে, 'আলাপ করুন আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টরের সঙ্গে।' এরপর সেখানে খাদান ছবির শ্যুটিংয়ের নানা মুহূর্তের কোলাজ দেখা যায় আর ভিডিয়োর শেষে লেখা 'শুভ জন্মদিন দাদা।' এই ভিডিয়ো কোলাজের ক্যাপশনে লেখা হয়, ' তোমার দূরদৃষ্টি, তোমার প্যাসন এবং তোমার দুর্দান্ত এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায় সে অন এবং অফস্ক্রিন দুই জায়গাতেই। আজ সেই মানুষটাকে উদযাপন করছি যে একসঙ্গে অনেক দায়িত্ব পালন করেন, অভিনেতা, প্রযোজক, এবং এখন ক্রিয়েটিভ ডিরেক্টর। শুভ জন্মদিন দেব অধিকারী দা।'
আরও পড়ুন: 'ওর ওটা খুব পছন্দের', বিয়ের ৫১ বছর পার, আজও ভালোবেসে জয়াকে কী উপহার দেন অমিতাভ?
খাদান ছবি প্রসঙ্গে
দেবকে শেষবার খাদান ছবিটিতে দেখা গিয়েছে। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবি। গত ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে এটি। আর প্রথম থেকেই দাপট দেখাচ্ছে বক্স অফিসে। মাত্র ৪ দিনেই ৪ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে খাদান ছবিটি। এখানে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।