সাল ২০০১-এর পর ২০২৩, দীর্ঘ ২২ বছর পার, 'গদর' নিয়ে উন্মাদনা বেড়েছে তবু কমেনি। ১১ অগস্ট শুক্রবার মুক্তি পেয়েছে 'গদর-২'। মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। যেকারণে মুক্তির আগেই ৩ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে মুক্তির পর সিনে༒মা 𝔉দেখে কী বলছেন দর্শকরা। হিন্দুস্তান টাইমস-এর ক্যামেরায় ধরা পড়েছে দর্শকদের প্রতিক্রিয়া।
মুম্বই-এর এক সিনেম༒া হল থেকে 'গদর-২' দেখে বের হওয়ার সময় উচ্ছ্বাস ধরা পড়ল দর্শকদের মধ্যে। একজন বললেন, ‘সানি দেওল জিন্দাবাদ।’ কেউ বললেন, ‘এক নম্বর ছবি, অবশ্যই দেখা উচিত।’ কেউ কেউ দাবি করলেন, ‘এটা আসলে ছবি নয়, আমাদের আবেগ…’। কেউ দিলেন ১০-এর ১০, কেউ আবার ১০-এৎ মধ্যে ২০ দিয়ে বসলেন সানি-আমিশার 'গদর-২'কে। কেউ জানালেন ‘বিরতির পর তো ধূম মাচিয়ে দিয়েছে পুরো…’। কেউ কেউ দাবি করলেন, ‘এটা গদর ১-এর থেকেও বেশি ভালো, অভিনয়, চিত্রনাট্য সবই ভালো’, কারোর মন্তব্য, ‘ভাই সানি পাজি ছা গ্য়ায়া…’। চলুন শুনে নি কে কী বললেন…
আর🍰ও পড়ুন-Exclusive Raj Chakraborty: র𓄧কি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ
ফিল্ম বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, প্রথম দিনেই সানি-আমিশার ছবি গদর ২, ২৫থেকে ৩০ কোটি টাকা আয় করবে। সপ🃏্তাহন্তে এই ছবি ১০০ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, গদর-২ মোট ৪০০০-এরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গদর-২। মনে করা হচ্ছে, যেহেতু গদর-২ সপ্তাহন্তে মুক্তি পাচ্ছে, তার উপর মাঝে স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে, তাই এটি প্রথম তিন দিনেই ৭৫ থেকে ১০০ কোটির ব্যবসা করে ফেলতে পারে।
প্রসঙ্গত, ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি গদর ২। ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর আবহেই ছেলেকে উদ্ধার করতে পাকিস্তানে হাজির হবেন তারা সিং (সানি দেওল)। গদর ছবিতে সানি-আমিশার ছেলে জি😼ত ওরফে চরণজিৎ-এর ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। সানি আগেই জানিয়ে দিয়েছিলেন, ‘আমি সকলকে আশ্বস্ত করছি গদর ২-তে থাকবে দ্বিগুণ অ্যাকশন, ইমোশন আর এন্টারটেনমেন্ট থাকছে’। সানি-আমিশা জুটির কামব্যাক ফের নতুন ইতিহাস রচনা করবে, এমনটাই আশা বাণিজ্য বিশ্লেষকদের। তবে এখন দেখার এই ছবি কি ‘পাঠান’-এর ১০০০ কোটির ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারবে?