শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছে, ডান্স বাংলা ডান্স ২০২৫-এর এবারের সিজন। ইতিমধ্যেই মূক-বধির পূজা অডিশন দিতে না দিতেই ভাইরাল। আর এবার মন কাড়লেন আরও এক কন্যে। তিনি সায়ন্তী। পেশায় লেডি কনস্টেবল। তবে নাচটাও দারুণ করেন।
ডান্স বাংলা ডান্সের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, সায়ন্তীর কাছে শুভশ্রী প্রশ্ন করছেন, ‘তোমার পড়াশোনা কমপ্লিট?’ তাতে সকলকে অবাক করে ওই প্রতিযোগী বলেন, ‘তিনি লেডি কনস্টেবল’। শুনে রীতিমতো অবাক হন সেটের সবাই।
আরও পড়ুন: নায়ক হবেন খলনায়ক! শাহরুখ খানকে ভিলেন বানিয়ে সিনেমা আনবেন দক্ষিণী এই পরিচালক
সায়ন্তীকে সগর্বেই বলতে শোনা যায়, ‘বর্তমানে আমি লেডি কনস্টেবল। হেয়ার স্ট্রিট থানায় আছি। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি করছি।’
তাহলে ডান্স বাংলা ডান্সের অডিশনে যদি তাঁকে বাছাই করা হয়, তাহলে কী করবেন, স্বভাবতই ওঠে সেই প্রশ্ন। কারণ পুলিশ মানেই যে কাজের প্রচুর চাপ! এতদিন ছুটি কি পাবেন? নাকি ছেড়ে দেবেন চাকরিটাই।
আরও পড়ুন: সেই ১৪ বছর থেকে গাইছেন গান, ৪১-এ এসে কত কোটির মালিক শ্রেয়া? গাড়ি-বাড়িই বা কটি?
প্রোমোয় দেখা যায়, সয়ন্তীর কাছে এরপর শুভশ্রী জানতে চান, ‘যদি তুমি সিলেক্ট হয়ে যাও, তাহলে তোমার পুলিশের চাকরিটা কী হবে?’ এতে জবাব আসে, ‘আমি এখানে বলে রাখতে চাই, আমার ডিপার্টমেন্ট, গোটা কলকাতা পুলিশের সকলে, আমার নিজের থানার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, ওসি ম্যাডাম, অন্য সিনিয়রসরা, প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ এসব কালচারাল বিষয়ে’।
আরও পড়ুন: ‘মাসে দু'বার…’, সানিয়াকে ডিভোর্স, করেছেন ৩য় বিয়ে, ছেলের সঙ্গে আছে কি কোনো যোগাযোগ? জবাব শোয়েবের
ছুটি পাওয়ার ব্যাপারটাও স্পষ্ট করলেন তিনি। বললেন, ‘আমারা যেহেতু ফোর্সের আন্ডারে, সমস্তটাই প্রোটোকল মেনে হয়, দুর্গাপুজোয় আপনারা সবাই জানেন, প্রত্যেকে আনন্দ করে, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমার সেই গতবছরের পুজোর ছুটিটা জমিয়ে রাখা ছিল। আমরা পরবর্তীতে একটু ছুটি পাই, সেটা নিয়ে এখানে আসা হয়েছে, অবশ্যই ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে।’