এই মুহূর্তে কেরিয়ারের নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন পূজা ভাট। নব্বইয়ের দশকের গোড়াতেই বলিউড দাপিয়ে বেরিয়েছেন মহেশ ভাটের প্রথমপক্ষের কন্যা পূজা। তাঁর জীবনে বিতর্কও কম নেই। ৩৫ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। ২০২০ সালে ‘সড়ক ২’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আবার অভিনয় জগত থেকে বিরতি নেন তিনি।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম্বে বেগমস’-এর মাধ্যমে OTT এর জগতে প্রবেশ করেন পূজা। প্রায় তিন বছর পর প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন তিনি। ইনস্ট্যান্ট বলিউডের সঙ্গে কথা বলার সময় পূজা জানিয়েছেন, ২১ বছর ধরে ক্যামেরার পিছনে থেকে কাজ করেছেন তিনি। ক্যামেরার মুখোমুখি হননি। দীর্ঘ সময় পর ক্যামরার সামনে ফিরে মুহূর্তটাকে উপভোগ করছেন। অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, এখন আকর্ষণীয় ভূমিকা লেখা হচ্ছে। যেখানে প্রত্যেকে তাদের বয়স অনুযায়ী ভূমিকায় অভিনয় করতে পারে।
আরও পড়ুন: ‘পুরো দায় আমার ছিল, আমার ভুল..’, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আমির খান
আরও পড়ুন: রণবীর-আলিয়ার সঙ্গে বিশেষ অনুষ্ঠানে হাজির রাহা, নেটদুনিয়ায় ফাঁস অদেখা এই ভিডিয়ো
ক্যামেরার সামনে নিজের প্রত্যাবর্তনকে তাঁর হানিমুন পর্ব হিসাবে বর্ণনা করেছেন পূজা ভাট। অভিনেত্রী বলেছেন, ‘এটি আমার হানিমুন স্টেজ। আমি ২১ বছর অভিনয় করিনি তবে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছি। তবে আমাকে ক্যামেরার সামনে ফিরিয়ে আনা হয়েছে এবং আমি আবার এই মঞ্চ উপভোগ করছি।’
আরও পড়ুন: মহারাষ্ট্র বনধে-ই কপাল খুলে যায় আমিরের, সুযোগ পান প্রথম অভিনয়ের, কী ঘটেছিল সেদিন
আরও পড়ুন: শাহরুখের পর এবার সুহানা, বলিউড তারকা হওয়ার আগেই লাক্সের মুখ বাদশা-কন্যা, ছড়ালেন গ্ল্যামার
পূজা ভাটকে সম্প্রতি ওটিটি শো 'বিগ গার্লস ডোন্ট ক্রাই'-এ দেখা গিয়েছিল, যেটিকে তিনি তাঁর প্রত্যাবর্তনের প্রধান অংশ বলে মনে করেন। তিনি বলেছেন, কীভাবে ওটিটি প্ল্যাটফর্ম শিল্পীদের জন্য নতুন বিকল্প উন্মুক্ত করছে।
মহেশ ভাটের বড় কন্যার কথায়, এই পরিবর্তনের অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত। জানান 'বোম্বে বেগমস'-এ তাঁর রানির চরিত্র কেমন, সেই বিষয় কথা বলতে গিয়ে তাঁর মন্তব্য, অনেকটাই তাঁর বয়সের কাছাকাছি। শোটি একটি ভিন্ন রঙে উপস্থাপন করা হয়েছে। এর জন্য OTT প্ল্যাটফর্মকে কৃতিত্ব দিয়েছেন তিনি। জীবনের এই পর্বটি উপভোগ করছেন, জানিয়েছেন তিনি মনে করেন যে ভূমিকা তাঁকে বেছে নিয়েছে।