জওয়ান, অ্যানিম্যাল, এমনকি KGF চ্যাপ্টার ২ ছবিগুলোর রেকর্ড ভেঙে দিল পুষ্পা ২! এমনি সমস্ত ভাষা মিলিয়ে এই ছবিটি বক্স অফিসে ১৭০ কোটির ব্যবসা করলেও কেবল হিন্দি ভাষাতেও নজরকাড়া ব্যবসা করেছে ছবিটি। প্রথমদিন কত কোটি ঘরে তুলল আল্লু অর্জুনের ছবি?
আরও পড়ুন: পুষ্পা ২ দেখার তাড়া! হুটোপুটি করে রেললাইন ক্রস করতে গিয়ে বেঙ্গালুরুতে ট্রেন দুর্ঘটনায় মৃত যুবক
প্রথমদিন কত আয় করল পুষ্পা ২? গড়ল কোন রেকর্ড?
সুকুমার পরিচালিত পুষ্পা ২: দ্য রুল মুক্তি পেল ৫ ডিসেম্বর। যদিও বেশ কিছু জায়গায় ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। আর মুক্তি পেতে না পেতেই আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি গড়ে ফেলল এক নতুন রেকর্ড। জওয়ান, অ্যানিম্যাল, এমনকি KGF চ্যাপ্টার ২ এর মতো ছবিগুলোর রেকর্ড ভেঙে প্রথম দিন সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব জিতল। মুক্তি পেতে না পেতেই ৭২ কোটি টাকা আয় করল হিন্দি ভার্সনে।
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে পুষ্পা ২: দ্য রুল ছবিটি বুধবার ১০ কোটি টাকার ব্যবসা করেছে। বৃহস্পতিবার আল্লু অর্জুনের ছবিটি ১৫৯ কোটি ৯৫ লাখ টাকা আয় করেছে। ফলে দুদিনের ব্যবসা মিলিয়ে ছবিটি বক্স অফিসে ১৭০ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে। ভারতে এখনও পর্যন্ত ছবিটি ২০৯ কোটি ২০ লাখ টাকার ব্যবসা করেছে। আর বিশ্বজুড়ে সেই সংখ্যাটা ২৭৯ কোটি ২০ লাখ টাকা।
ভারতের সেরা ১০ ছবি প্রথম দিন ব্যবসার আয়ের পরিমাণের নিরিখে
পুষ্পা ২: দ্য রুল - ৭২ কোটি টাকা
জওয়ান - ৬৫ কোটি ৫০ লাখ টাকা
পাঠান - ৫৫ কোটি টাকা
অ্যানিম্যাল - ৫৪ কোটি ৭৫ লাখ টাকা
কেজিএফ চ্যাপ্টার ২ - ৫৩ কোটি ৯৫ লাখ টাকা
স্ত্রী ২ - ৫১ কোটি ৮০ লাখ টাকা
ওয়ার - ৫১ কোটি ৬০ লাখ টাকা
ঠাগস অব হিন্দুস্তান - ৫০ কোটি ৭৫ লাখ টাকা
সিংঘম এগেন - ৪৩ কোটি ৫০ লাখ টাকা
টাইগার ৩ - ৪৩ কোটি টাকা
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'