আগামী ২৩ তারিখ মুক্তি পাচ্ছে বাংলার থিয়েটারের রানি বিনোদিনী দাসীর আত্মজীবনী। আসছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। সেই ছবির পোস্টার লঞ্চের অনুষ্ঠানেই পর্দার হবু বিনোদিনী ওরফে রুক্মিণী মৈত্র শোনালেন ছবিটি বানানোর নেপথ্যের লড়াই। ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
কী জানালেন রুক্মিণী মৈত্র?
এদিন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি বানানোর পিছনে থাকা লড়াইয়ের গল্প বলতে গিয়ে রুক্মিণী বলেন, 'অনেক টানাপোড়েন হয়েছে। অনেক ওঠাপড়া গেছে। করোনা এল, সে চলে গেল। তারপর ভেবেছিলাম হবে কী, হবে না। বম্বে থেকে প্রযোজক এসেছিল, সে চলে গেল। তারপর আবার নতুন প্রযোজক এল। আবার সে পালিয়ে গেল। এরম করতে করতে সবাই বলতে থাকল একটা নারীকেন্দ্রিক ছবি এত বাজেটে, একটা হিরোর বাজেটে একটা হিরোইনের ছবি কীভাবে হতে পারে তাও বাংলায়। কিন্তু আমায় বলতেই হবে, আমায় এই স্বপ্ন দেখিয়েছিল রাম কমল মুখোপাধ্যায়। উনি বলেছিলেন যে এটা হবেই।'
এরপর রুক্মিণী জানান যে ২০২২ সালে খোদ রামকমল মুখোপাধ্যায় নিজেই আশা ছেড়ে দেন। অভিনেত্রীকে বলেন তিনি যেন বানিয়ে নেন এই ছবি। তবে তিনি রুখে দাঁড়ান। জানান তিনি বিনোদিনী হলে সেটা রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনাতেই হবেন।
কিন্তু কেন জেদ ছিল এই ছবি নিয়ে?
এই বিষয়ে রুক্মিণী মৈত্র জানান 'সিনেমাটা খালি করা নয়। তাঁকে সম্মান, স্বীকৃতি ফিরিয়ে দিতে চেয়েছিলাম। আমি তো ৬ বছর লড়াই করেছি ছবিটি নিয়ে। উনি ১৪১ বছর লড়াই করলেন সম্মান, স্বীকৃতি পেতে। এই স্টার থিয়েটার বানাতে নিজেকে সমর্পণ পর্যন্ত করে দেন। কিন্তু....'
দেব কীভাবে যুক্ত হলেন বিনোদিনী ছবিটির সঙ্গে?
এই বিষয়ে রুক্মিণী মৈত্র জানান, 'চৈতন্য মহাপ্রভুর এই পোষ্টারের ছবি শ্যুট করেছিলাম। একদিন যখন খুব ভেঙে পড়ি তখন দেব যুক্ত হয়। স্বপ্নটাকে বাস্তব করে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।'
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান রুক্মিণী
এদিন আরও একবার স্টার থিয়েটারের নাম বদলানোর জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, 'উনি ইতিহাস পাল্টে দিলেন। নারীকে সম্মান দিলেন। নারীদের জয় এটা।'
বিনোদিনী ছবিটির পোস্টার লঞ্চ
এদিন রুক্মিণী মৈত্র ছাড়াও পোস্টার লঞ্চে বিনোদিনী থিয়েটারে হাজির ছিলেন ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। ছিলেন ছবির সঙ্গীত পরিচালক জুটি সৌরেন্দ্র সৌম্যজিৎ।
আরও পড়ুন: গার্ল গ্যাংয়ের সঙ্গে ভরপুর খানাপিনায় বর্ষবরণ রচনার! উত্তাল নাচ হুগলির সাংসদের
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।