গত বছর সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁর সম্পর্ক নিয়ে সেই সময় কম কাটাছেঁড়া হয়নি। কিন্তু সেসবকে কাটিয়ে তাঁরা চুটিয়ে সংসার করছেন। কিন্তু হঠাৎ এর মাঝে কী আপডেট দিলেন অভিনেত্রী? কেনই বা লিখলেন, 'ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু এখন...'?
আরও পড়ুন: নেই বাংলাদেশ, কলকাতা বইমেলা শুরু হতেই তসলিমা কেন লিখলেন, 'এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো'
কী ঘটেছে?
এদিন শ্রীময়ী চট্টরাজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর বিয়ের অ্যালবাম নিয়ে বসে। বিয়ের প্রায় এক বছর পর অ্যালবাম পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তিনি। তাই তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে সেটা ভাগ করে নিলেন। ভিডিয়োতে দেখা গেল দুটো অ্যালবাম সহ দুটো ক্যালেন্ডার এবং একটি ডামি অ্যালবাম পাঠানো হয়েছে ফটোগ্রাফারের তরফে।
এই ভিডিয়ো শেয়ার করে এদিন শ্রীময়ী লেখেন, 'অবশেষে আমি আমার বিয়ের অ্যালবাম পেলাম। এখন দুটো পেয়েছি, আরও দুটো আসবে। কারণ আমার বিয়েতে আমি প্রায় ২০ হাজার ছবি তুলেছিলাম। আমার ফটোগ্রাফার এবং তাঁর টিম তার মধ্যে থেকে ২ হাজার টা ছবি বাছতে গিয়ে ক্লান্ত হয়ে গেছিল। কিন্ত যে অ্যালবাম আসতে চলেছে সেটাই ফাইনাল অ্যালবাম। আমি দারুণ খুশি। দারুণ ব্যাপার এটা।'
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে
গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কালীপুজোর সময় তাঁদের সংসারে আসেন নতুন সদস্য তাঁদের মেয়ে। তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি, যদিও এখনও তার মুখ দেখাননি। এখন সেই একরত্তিকে নিয়ে তাঁদের ভরা সংসার।
আরও পড়ুন: ৮০ কোটি টপকে গেল স্কাইফোর্স! ষষ্ঠ দিনে আয় বেড়ে কত লক্ষ্মীলাভ হল অক্ষয়ের ছবির? কী হাল ইমারজেন্সির?