২০২৪ সালে 🥃সাতপাকে বাঁধা পড়েছেন। সেই বছরই বাবা মা হয়েছেন কাঞ্চন শ্রীময়ী। মেয়ের জন্মের পর এটা প্রথম বছর, আর নীল ষষ্ঠী পালন করবেন না তাই কখনও হয়! আর এই ব্রত পালনের ফাঁকে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: কৌশিককে 'কষ্ট' দিয়েছেন পরমব্রত! সমাজ মাধ্যমে🔯 'মৃত্যুঞ্জয় কর'-এর নামে কী অভিযোগ আনলেন পরিচালক?
কী ঘটেছে?
এদিন শ্রীময়ী চট্টরাজ একটি ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি একটি মন্দিরে নীল রঙের একটি শাড়ি পরে বসে আছেন। সেখানেই কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি নকুলেশ্বর মন্দিরে এসܫেছেন পুজো দিতে। আর তখনই তিনি এই বিশেষ দিনের মাহাত্ম্য বোঝান। বলেন, ꦉ'আজকে নীল ষষ্ঠী উপোস করে প্রথমবার নীল ষষ্ঠী পালন করলাম। অনেকে বলেন যে ছেলের মায়েরা নীল ষষ্ঠী পালন করে। কিন্তু আমি জানি, আমার বিশ্বাস যে ছেলে মেয়ে নির্বিশেষে সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী পালন করা হয়।'
শুধু তাই নয়, শ্রীময়ী এদিন একই সঙ্গে জানান তিনি কারণ এই ব্রত পালন করলেন। অভিনেত্রীর কথায়, 'আর আমি বিশেষ করে পালন করলাম কারণ কাঞ্চনের বাড়িতে এই ষষ্ঠী পালনের নিয়মটা রয়েছে। ওর মা পালন করতেন। সেই জন্য আমিও ওটা পালন করেছি। বাড়িতে পুজো করে 𒉰নিয়েছি, এখন💦 এসেছি নকুলেশ্বর মন্দিরে।'
এরপরই শ্রীময়ীকে মজা করতে দেখা যায় তাঁর সঙ্গে পুজো দিতে আসা তাঁর বেটার হাফ কাঞ্চন মল্লিকের সঙ্গে। বলেন, 'এই যে আমার এক ষষ্ঠী হচ্ছে আমার মেয়ে, আরেক ষষ্ঠী হচ্ছে বড় ছেলে।' অর্থাৎ কাঞ্চনকে তিনি তাঁর সন্তান বলে মশকরা করে। জানান দিনে ২𓂃৪ ঘণ্টার মধ্যে নাকি ২০ ঘণ্টাই অভিনেতা মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। মজা করে বরের গাল ধরে আদর করে দিতে ভোলেন না শ্রীময়ী।
আরও পড়ুন: ঘন জঙ্গলে র♐ঘু ডাকাতের টিমে ভিড়লেন রজতাভ দত্ত-ও! কোন চরিত্রে ধরা দেবেন দেবের সঙ্গে?
এদিন তাঁদের সঙ্গে অভিনেত্রীর মাও গিয়েছিলেন পুজো দিতে। সকলে মিলে শিবের মাথায় জল ঢালেন। আরতি করেন। সব শে𝐆ষে সকলের উদ্দেশ্যে শ্রীময়ী বলেন, 'সবার খুব মঙ্গল হোক, সবাই খুব ভালো থাকুন। হর হর মহাদেব।'
প্রসঙ্গত মেয়ের জন্মের পর ফের কাজে ফিরছেন শ্রীময়ী চট্টরাজ। তাঁকে আগামীতে আসন্ন ধারাবাহিক বুলেট সরোজিনীতে নায়িকার শাশুড়ির ভূমিকা🌠য় দেখা যাবে। সদ্যই প্র𝕴কাশ্যে এসেছে সেই মেগার ঝলক।