বলিউডের গানের জগতে বাঙালিদের অবদান গুণে শেষ করা যাবে না। হেমন্ত মুখোপাধ্যায় থেকে কিশোর কুমার, নব্বইয়ের দশকে কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য পেরিয়ে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং-রা দাপিয়ে বেড়াচ্ছেন বি-টাউন। রিয়ালিটি শো-এর মঞ্চেও বাঙালি গায়কদের রমরমা। আরও পড়ুন-ফের অরিজিতের গান গাইল ‘খুদে অরিজিৎ’ শুভ, শিলিগুড়ির ছেলে মাতাচ্ছে গোটা ইন্ডিয়া
সোনি টিভির সুপারস্টার সিঙ্গার সিজন ৩-র মঞ্চ কাঁপাচ্ছেন শিলিগুড়ির ছেলে শুভ সূত্রধর। ১৪ বছরের এই কিশোরকে ইতিমধ্যেই ‘খুদে অরিজিৎ’ তকমা দিয়েছেন বেনি দয়ালের মতো গায়ক। শুভর সুরের মূর্ছনায় মুগ্ধ করণ জোহর থেকে প্রীতম। এতদিন শুভর কণ্ঠে অরিজিৎ সিং-এর গান গেয়ে দর্শকদের মন জিতেছেন শুভ, তবে এবার অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গে তাঁর যুগলবন্দি ভাইরাল।
চলতি সপ্তাহে সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন অভিজিৎ ভট্টাচার্য ও অনুরাধা পাড়োয়াল। দুই কিংবদন্তি শিল্পীর সামনে নিজের সেরাটা উজার করে দিল খুদে। রোম্যান্টিক গান গাওয়ায় ওস্তাদ শুভ সে প্রমাণ আগেই দিয়েছে, এবার শাহরুখের চলতে চলতে ছবির সুপার-ডুপার হিট গান ‘সুনো না সুনো না’ গাইতে শোনা গেল শুভকে। তাঁর সঙ্গে গলা মেলালেন গানের অরিজিন্যাল সিঙ্গার অভিজিৎ।
শুভর সুরেলা গলায় মুগ্ধ অভিজিৎ। বলেই ফেললেন, ‘আমি তো তোমার দিওয়ানা হয়ে গেলাম। এরাই সঙ্গীতজগতের ভবিষ্যত’। শুভকে প্রশংসায় ভরিয়ে দিলেন শো-এর সুপার জাজ নেহা কক্করও।