গত শুক্রবার বড়পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।দর্শক তো বটেই ছবি সমালোচকদের মুখেও তারিফ শোনা গিয়েছে এই ছবির। প্রতিদিনই আগের দিনের তুলনায় নিজের বক্স অফিস কালেকশনের অংকটি বাড়িয়ে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। মুক্তির চার দিনের মধ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন ৪২.২০ কোটি টাকা। এককথায় অসাধারণ ব্যবসা করেছে দ্𒆙য কাশ্মীর ফাইলস।সম্প্রতি, 'দ্য কাশ্মীর ফাইলস' এর কলাকুশলীদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
সেখানেই তিনি জানালেন, এই ছবিটি তৈরি করার আগে টানা ৪ বছর ধরে গবেষণা করেছেন তিনি। আরও জানালেন, গ্লোবাল কাশ্মীরি পণ্ডিত ডায়াস্পরা (GKPD) সংস্থার সাহায্যে তাঁরা সন্ধান পেয়েছিলেন ওই ঘটনার শিকার সরাসরি কোন কোন কাশ্মীরি পণ্ডিতের পরিবার হয়েছিলেন। এরপরেই সবাইকে চমকে দিয়ে বিবেক জানিয়েছেন যে এরপর একটি ওয়েব সিরিজ তৈরির পরিকল্পনা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। এই ছবির জন্য গবেষণা করাকালীন যা যা হৃদয়বিদারক ঘটনার কথা তিনি জানতে পেরেছেন, সেসব নিয়েই তৈরি হবে এই ওয়েব সিরিজ। বিবেকের কথায়, 'আমাদের কাছে এত তথ্য রয়েছে যে সত্൩যিই সত্যিই আস্ত ওয়েব সিরিজ তৈরি হয়ে যেতে পারে। আর সেইসব ঘটনার প্রতিটি ভীষণ মর্মস্পর্শী। বিভিন্ন মানুষের গল্প। পরিবারের গল্প। সত্যি ঘটনা।'
সামান্য থেমে তাঁর সংযোজন, 'এই ছবি মুক্তির পর কাশ্মীরি পণ্ডিতদের পরিবারের তরফে যে ধরণের প্রতিক্রিয়া পেয়েছি তা এককথায় অবিশ্বা♔স্য। কারণ গোটা ছবিটাই সত্য ঘটনার অবলম্বনে তৈরি। অবশ্য যখন এই ছবির কাজ শুরু করেছিলাম, অনেকেই🅠 তখন বিশ্বাস করেননি যে সেই সময়ে কাশ্মীরি হিন্দুরা এই অবস্থার মুখোমুখি হয়েছিলেন।'
প্রসঙ্গত, ⛄দ্য কাশ্মীর ফাইলস ছবিটির প্রধান বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘ🔜টনার যে ইতিহাস, তার উপরেই ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।