এসে গেল ২০২৪ সালের শেষ টিআরপি। এখন দেখার কে একেবারে ধামাকা দিয়ে বছরটা শেষ করল। আর কে পারল না! সেই হিসেবে চমকে দিল স্টার জলসাই। গীতা এলএলবি সোজা উঠে এল ১ নম্বরে। অবশ্য একা নয়, ফুলকিকে সঙ্গে নিয়ে। দুজনেই পেয়েছে ৭.৯ রেটিং।
দ্বিতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রী। আপাতত জগদ্ধাত্রী আর সয়ম্ভূর মধ্যে মিল দেখানো হচ্ছে। ফলত দর্শকরাও বেশ উৎসাহ পাচ্ছেন। তৃতীয় স্থানেও দুটো সিরিয়াল একত্রে, আর তা হল কথা ও পরিণীতা। এই দুই মেগার প্রাপ্ত নম্বর ৭.৭।
আরও পড়ুন: বহুরূপীর আয়কে ছাপিয়ে গেল খাদান! বক্স অফিসে দেব-গর্জনে কাবু সন্তান, ৭ দিনে কে কত ঘরে তুলল
এখানে বলে রাখা ভালো, পরিণীতা-র প্রোমো আসার পর মুখ্য চরিত্রে উদয় প্রতাপ সিং-কে দেখে অনেকেই নাক কুঁচকেছিলেন। কারণ মিঠাই আর নিম ফুলের মধুতে উদয়প্রতাপ ছিলেন পার্শ্ব চরিত্রে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ক্রমাগত টিআরপি চার্টে নিজের জায়গা পোক্ট করছে পরিণীতা। এমনকী স্লটও ছিনিয়ে নিয়ে উড়ানের (চলতি সপ্তাহে রেটিং ৭.৩, রয়েছে চতুর্থ স্থানে) থেকে।পাঁচ নম্বরে রাঙামতি তীরন্দাজ।
চলুন দেখে নেওয়া যাক টিআরপি-র সেরা ১০ তালিকা
প্রথম: ফুলকি/ গীতা এলএলবি (৭.৯)