Vivek Agnihotri-Anupam Kher: বাবার নামেই নিজেকে বদলে ফেলেন অনুপম খের, কিন্তু কেন? ফাঁস করেন বিবেক অগ্নিহোত্রী
1 মিনিটে পড়ুন Updated: 27 Feb 2023, 09:29 PM IST‘যখন আমি মুম্বইতে প্রথম আসি, তখন কেরিয়ায় খের সাহেবের কোম্পানিতে শুরু করেছিলাম। খের সাহেব তো অফিসে বেশি থাকতেন না, যিনি থাকতেন তিনি হলেন ওঁর বৃদ্ধ বাবা পুষ্করনাথ খের। ভীষণ ভালো ছাপোষা মানুষ ছিলেন উনি। তাই অনুপম খেরকে যখন ওঁর চরিত্রটার বর্ণনা করছিলাম, আমার ওঁর বাবার নামই মাথায় আসছিল।’
বিবেক অগ্নিহোত্রী-অনুপম খের