🌱 অক্ষয় কুমারের উপরে হঠাৎই যেন ক্ষেপে উঠলেন বিবেক অগ্নিহোত্রি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের দাবি ‘বাধ্য হয়ে’ তাঁর ছবির প্রশংসা করেছেন খিলাড়ি কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেককে বলতে শোনা যায়, অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারা তাঁর ছবির প্রশংসা করেছে। তবে সেই প্রশংসা করার কারণ নাকি মিডিয়ার তরফ থেকে বারবার তাঁদের ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন করা। বিবেক আর অক্ষয়-- দু'জনেই ভূপালের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যেখানে অভিনেতা ছবির প্রশংসা করেন, কিন্তু সঙ্গে এটাও বলেন যে এই ছবি তাঁর ‘বচ্চন পাণ্ডে’কে ফ্লপ করে দিয়েছে।
এর আগে টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন বিবেক যেখানে অক্ষয়কে বলতে শোনা যাচ্ছিল, ‘আমারা সবাই দেশের গল্প বলি। কিছু জানা, কিছু অজানা থেকে যাওয়া, না শোনা। যেমন বিবেকজি কাশ্মীর ফাইলস বানিয়ে একটা বেদনাদায়ক সত্যিকে সামনে নিয়ে এসেছেন। এটা এমন এক ঢেউ নিয়ে এসেছে যা আমাদের সকলকে চমকে দিয়েছে। হ্যাঁ ওটা আলাদা ব্যাপার যে আমার ছবিকেও ডুবিয়ে দিয়েছে।’ সেই পোস্টের কমেন্ট সেকশনে বিবেক ধন্যবাদই জানিয়েছিলেন ‘বচ্চন পাণ্ডে’ অভিনেতাকে। ཧআরও পড়ুন: এবার OTT-তে 'দ্য কাশ্মীর ফাইলস', চারটি ভাষায় মুক্তি পাচ্ছে, কীভাবে দেখবেন?
তবে ভিজে রৌনাককে দেওয়া সাক্ষাৎকারে বদলে গেল বিবেকের সুর। ছবি নিয়ে অক্ষয়ের প্রশংসার কথা উঠতেই বলে বসলেন, ‘ওটা তো বাধ্য হয়ে। যখন ১০০ লোক সামনে বসে প্রশ্ন তুলবে ‘আপনার সিনেমা চলল না, আর কাশ্মীর ফাইলস চলে গেল’, তখন কী আর বলবে মানুষ! আমি ভূপালের এক অনুষ্ঠানে ছিলাম, তাই একথা বলতে হয়েছে।’ ♕আরও পড়ুন: কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন জন আব্রাহাম, ‘কেন আমি উত্তর দেব?’
𝓀কাশ্মীর ফাইলসের প্রশংসা করে তাঁর কাছে কোনও ম্যাসেজ এসেছে কি না জানতে চাওয়া হলে জানান, ‘পাবলিক প্লেস ছাড়া কেউ বলেনি। একটা ম্যাসেজও আসেনি। সবাই নিজের ছবির প্রোমোশন করতে যায়। আর তখনই তাঁকে মিডিয়া প্রশ্ন করে কাশ্মীর ফাইলস কেমন লাগল তা নিয়ে। তাই ওঁদেরও কিছু বলতে হয়। তবে নিজে থেকে কখনও কেউ বলেনি আমাকে।’