অস্কারের দৌড়ে সামিল দ্য কাশ্মীর ফাইলস! বিবেক অগ্নিহোত্রীর টুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এতদিন পর অবশেষে নিরবতা ভাঙলেন পরিচালক। একটি লম্বা টুইটে এই বিষয়ে তাঁর কী মতামত সেটা জানালেন। তিনি সেই টুইটে জানান তাঁর বক্তব্যের ভুল মানে ব🦩ের করা হয়েছে। তাঁর ছবি দ্য কাশ্মীর ফাইলসকে ছোট করার জন্যই নাকি ইচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্যের অন্য মানে বের করা হয়েছে বলে দাবি করেন পরিচালক। তিনি বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেন তাঁর টুইটের সঙ্গে, সেখানে তিনি লেখেন, 'কাজের জায়গায় নোংরা ইকোসিস্টেম।'
তিনি তাঁর এই পোস্টে আরও লেখেন, 'ওঁরা ইচ্ছে করেই আমাদের বক্তব্যের অন্য মানে বের করছে যাতে দ্য কাশ্মীর ফাইলস টিমকে ছোট করা যায়, নিচু করা যায়। এবং একই সঙ্গে দর্শকদের কাছে ভুল তথ্য পৌঁছে দেওয়া যায়। সংবাদমাধ্যম এবং অন্যদের সাবধান করা হচ্ছে এই ভুল ত꧑থ্য প্রচার না করতে।'
একই সঙ্গে তিনি জানান যে তাঁর পরিবারকে নাকি হেনস্থা করꦗা হচ্ছে। তাঁর কথায়, 'আমি ওয়াকিবহাল মহল এবং দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে কিছু মানুষ এবং গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে আমার পরিবারের মহিলা সদস্যদের হেনস্থা করছে এবং থ্রেট দিচ্ছে। এঁদের মধ্যে কিছুজন পাকিস্তানি আতঙ্কবাদী দলের সঙ্গে যুক্ত।'
'কিন্তু কেন করছে তাঁরা এমন? সেটা নিশ্চয় আর নতুন করে আমায় বলে দিতে হবে না? যাই হোক, এটার বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি', বলেꦫই তিনি তাঁর পোস্টের শেষভাগে জানান।
𝄹মঙ্গলবার বিবেক টুইটারে দ্য কাশ্মীর ফাইলশেয়ার একটি পোস্ট শেয়ার করে লেখেন, ' আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। এই বছরটা ভারতীয় সিনেমার। অস্কার ২০২৩।' তাঁর শেয়ার করা পোস্টারে লেখা ছিল, 'ভারতের তরফে অফিসিয়াল প্রতিযোগী।' এটার পরই বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই তাঁর পোস্টকে ভুল বোঝেন তাঁর মতে। আর এই ভুল বোঝার দলে আছেন হংসল মেহতা, নিখিল চিনাপা, প্রমুখ।
চলতি সপ্তাহের শুরুর দিকে আকাদেমি অব মোশন পিকচার আর্টস এবং সায়েন্স-এর তরফে ৩০১টি ছবির একটি তালিকা প্রকাশ করা হয় যেগুলো অস্কারের জন্য এলিজিবল। এর মধ্যে আছে একাধিক ভারতীয় ছবি, যেমন আরআরআর, কান্তা💜রা, গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, রকেট্রি: দ্য নাম্বি এফ🌌েক্ট, ইত্যাদি।
তবে অস্কারের জন্য চারটি ভারতীয় ছবি আনুষ্ঠানিকভাবে শর্ট লিস্টেড হয়েছে। এই 🐽ছবিগুলো হল, আরআরআর, দ্য লাস্ট ফিল্ম, অল দ্যাট ব্রিদজ, দ্য এলিফ্যান্ট হুইস্পার।