চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। এই ছবি🎀 মূলত 🔥মা-ছেলের গল্প বলবে। তবে কেবল মা নয়, এই ছবির মাধ্যমে যশ-নুসরত সব মা-বাবাদের সম্মান জানাতে চান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এবার ছবি মুক্তির আগে নৈহাটির বড়মা-র কাছে পুজো দিতে গেলেন যশ-নুসরত।
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গౠিয়েছে, হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করছেন যশ-নুসরত। যশের পরনে ছিল সাদা রঙে টি-শার্ট ও ধূসর রঙের জিন্স। অন্যদিকে, নুসরত পরেছিলেন, নেভিব্লু রঙের উপর ফ্লোরাল প্রিন্টের কাজ করা সালোয়ার ও গোলাপি রঙের কামিজ, সঙ্গে নিয়েছিলেন মানানসই গোলাপি ওড়না। ঝোলা কানের দুল ও হালকা মেকআপে ধরা দিয়েছিলেন নায়িকা।
তাঁদের বড়মা-র বিগ্রহের সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করতেও দেখা যায়। পুজোর শেষে তাঁদ🌠ের কপালে পুরোহিত মশাই তিলক পরিয়ে দেন। তবে কেবল যশ-নুসরত নন। তাঁদের সঙ্গে তাঁদের ছবির পরিচালক জিৎ চক্রবর্তীও পুজো দিতে গিয়েছিলেন। মন্দিরে সহসা নায়ক-নায়িকাকে ♊দেখে অনুরাগীরাও ভিড় জমিয়ে ছিলেন। সকলের সঙ্গে হাসি মুখে দেখা করেন যশ-নুসরত।
কে কী বলছেন?
তাঁদের পুজো দেওয়ার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন🍃, 'এঁরা দেখি ইদও পালন করে, আবার পুজোও করে, ভাই এঁরা হিন্দু না মুসলিম?’ আর একজন লেখেন, আর একজন লেখেন, ‘জয় বড় মা। বড়ম꧑ার আশীর্বাদ কখনও বিফলে যায় না। খুব ভালো এবং সুপার ব্লকবাস্টার সিনেমা হবে ‘আড়ি’। জয় বড় মা।'
প্রসঙ্গত, বুধবার ছিল ছবির ট্রেলার লঞ্চের অনুষꦜ্ঠান। সেখান তারকা জুটি জানিয়েছিলেন তাঁদের ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে জড়িয়ে আছেন তাঁদের মা-বাবা। নুসরত বলেন, ‘আমরা কাজে এতটা ব্যস্ত হয়ে যাই যে মা-বাবাকে সেই ভাবে গুরুত্ব দিই না। কারণ মনে হয় ওঁরা তো মা-বাবা, ওঁরা আমাদের বুঝবে। তবে মা-বাবারাও যে সব সময় বোঝেন, এমনটা কিন্তু নয়। আজকের সময় দাঁড়িয়ে প্রতিটা সম্পর্কে গভীরতা হারিয়ে যাচ্ছে। আমরা তো মানুষ, সামাজিক জীব তাই আমাদের সম্পর্কের মধ্যে বাধা থাকা উচিত। সম্পর্কে থাকলে আমরা মানসিকভাবে বেড়ে উঠতে পারব। আমাদের ছবি এই সম্পর্কে বেঁধে থাকার গল্প বলবে। এটা নিয়েই আমাদের ছবির গল্প। বক্স অফিসে কী রকম সাড়া ফেলবে বা মানুষের কতটা ভালো ꦅলাগবে. সেটা নিয়ে কিন্তু আমরা ভাবিনি। খুব ইমোশনাল একটা দিক থেকেই কাজটা শুরু করেছিলাম…’
আরও পড়ুন: ‘অন্ধকার…’!⛄ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কেন এমন ল𝄹িখলেন অপূর্বা?
যশ নুসরতের মুখের কথা শেষ করতে না দিয়েই বলেন, ‘না, ভালো লাগবে। যাঁদের জন্য বানানো হয়েছে, তাঁদের ঠিকই ভালো লাগবে। আমরা আজকাল এতটা ব্যস্ত। কবে শেষ বাবাকে জড়িয়ে ধরে কাজে বেরিয়েছি? বা গার্লফ্রেন্🏅ডকে তো সবাই চুমু খায়, কিন্তু শেষ কবে মায়ের গালে চুমু খেয়ে বেরিয়েছি আমরা? ছবিটা স𒉰েই ভাবে ভাবাবে আমাদের। সেই জন্যই আমরা চাই যে এই ছবিটা মানুষ জুটি বেঁধে এসেই দেখুন। কিন্তু সেই জুটিটা হোক মা-ছেলের জুটি বা বাবা-মেয়ের জুটি।’
ছবিটি প্রযোজনার দায়িত্বেও রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। এই ছবিতে যশের মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমি চট্টপাধ্যায়কে। বহু বছর পর ‘আড়ি’র হাত ধরেই বাংলা ছব🌠িতে ফিরলেন মৌসুমি। চলতি মাসের ২৫ তারিখ🐎 মুক্তি পেতে চলেছে ছবিটি।