YouTube Facts: বহু অজানা রহস্য রয়েছে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের! জানলে রীতিমতো বোকা বনে যাবেন…
1/5পছন্দের গান, সিনেমা বা ভিডিও-র কথা মনে হলেই আমরা আগে ইউটিউব খুলে বসি। অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপ। এতে রয়েছে হাজারো কন্টেন্ট। শুধু তাই নয় বিভিন্ন ভাবে আমাদের মনোরঞ্জন করতে কোটি কোটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছেন ইউটিউবাররা। বিনোদন থেকে সাধারণ জ্ঞান সবরকমের কন্টেন্টই রয়েছে এই সামাজিক মাধ্যমে। তবে এর সম্পর্কে রয়েছে বহু জানা অজানা তথ্য। যা জানেন না অধিকাংশ মানুষই।
2/5ইউটিউবের জন্ম হয়েছিল ২০০৫ সালের ভ্যালেন্টাইনস ডে তে। বর্তমানে এটি ভিডিয়ো শেয়ারিং ওয়েবসাইট হলেও এর যাত্রা শুরু হয়েছিল ডেটিং অ্যাপ হিসাবে এর প্রথম নাম ছিল 'টিউন ইন হুক আপ'।
3/5জন্মের ১৮ মাসের মধ্যেই ১.৬৫ বিলিয়ন টাকা দিয়ে ইউটিউবকে গুগল কিনে নেয়। ১০ হাজার সাবস্ক্রাইবার হলেই অ্যাঞ্জেলসে অবস্থিত ইউটিউবের নিজস্ব স্টুডিওতে বিনা খরচায় ভিডিয়ো শ্যুট করতে দেয় এই সংস্থা।
4/5প্রতিবছর ১ এপ্রিলে ইউটিউব ব্যবহারকারীদের সঙ্গে কোনও না কোনও প্র্যাঙ্ক করে ইউটিউব। এবং তাতে অজন্তেই পা দিয়ে দেন এর ইউজাররা।
5/5ইউটিউবে সর্বাধিক সার্চ করা বিষয় হল 'How to Kiss' বা 'কীভাবে চুম্বন করতে হয়' এবং সবচেয়ে জনপ্রিয় টিউটোরিয়াল হল 'How to tie a tie' বা কীভাবে টাই বাঁধবেন?