মাওবাদী বিরোধী অভিযান আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে ছত্তিশগড় সরকার। এর জন্য রাজ্য সরকার নয়া আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি চালু করতে চলেছে। ইতিমধ্যেই এবিষয়ে অনুমোদন দিয়েছে, ছত্তিশগড় মন্ত্রিসভা। এই নীতি অনুযায়ী, মাওবাদী হামলায় নিহত পুলিশ ইনফর্মার বা তথ্যদাতাদের পরিবারকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। বর্তমানে এই ক্ষতিপূরণের পরিমাণ ৫ লক্ষ টাকা। তা বাড়িয়ে ১০ টাকা করার পরিকল্পনা করা হয়েছে। দ্রুতই এই নীতি কার্যকর হবে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: মাওবাদীদের পেতে রাখা IED বিস্ফোরণে প্রাণ গেল বাংলার এক জওয়ানের, জখম আরও এক)
আরও পড়ুন: যৌথ অভিযানে ফের সাফল্য, সুকমার জঙ্গলে খতম ২ মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র
জানা যাচ্ছে, বস্তার অঞ্চলে মাওবাদী বিরোধী অভিযানের সময় পুলিশকে যাঁরা তথ্য দিয়ে সহায়তা করেন তারাই হলেন ইনফর্মার বা তথ্যদাতা। এদের অনেকেই রয়েছেন যাঁরা আত্মসমর্পণ করা মাওবাদী। ছত্তিশগড় সরকারের একজন উচ্চ পদস্থ আধিকারিক জানান, আর্থিক সহায়তা, শিক্ষা, কর্মসংস্থানের উপর নির্ভর করে এই নীতিটি মাওবাদী আন্দোলনকে নিরুৎসাহিত করবে। জানা গিয়েছে, এনিয়ে ২০০০ সাল থেকে একটি নীতি রয়েছে। নয়া নীতি অনুযায়ী, ছত্তিশগড়ে মাওবাদী কার্যকলাপের কারণে ক্ষতিগ্রস্ত অন্যান্য রাজ্যের বাসিন্দারাও এই কর্মসূচির আওতায় সহায়তা দাবি করতে পারবেন। এই নীতিমালায় হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাতে নিহত তথ্যদাতাদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হতো। এবার তা ১০ লক্ষ টাকা করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও সম্পত্তি নষ্টের জন্য ক্ষতিপূরণও দেওয়া হবে। কৃষিকাজ এবং নির্মাণ যন্ত্রপাতির ক্ষেত্রে ক্ষতিপূরণ ৬০,০০০ এবং ৮ লক্ষ করা হয়েছে। খুন বা গুরুতর আহত হওয়ার ক্ষেত্রে পরিবারগুলি গ্রামীণ বা শহরাঞ্চলে জমি পাবে। যদি জমি না থাকে, তাহলে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় ৪ লক্ষ টাকা এবং শহরাঞ্চলে ৮ লক্ষ টাকা আর্থিক অনুদান দেবে। (আরও পড়ুন: ঢাকায় ঘুরল খেলা! সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে উলটো দাবি হাসনাতের বেস্ট ফ্রেন্ডের)
আরও পড়ুন: বাংলাদেশে হাসিনা বিরোধী ঢেউয়ের বিষয়ে আগে থেকে অবগত ছিল ভারত, বললেন জয়শংকর
তিনি আরও বলেন, সরকারি চাকরি পেতে অক্ষম ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ১৫ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ পাবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুরা শিক্ষার অধিকার আইনের অধীনে বৃত্তি, হস্টেল থাকার ব্যবস্থা এবং বেসরকারি স্কুলে সংরক্ষিত আসন পাবে। উচ্চশিক্ষার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে। হিংসার কারণে যে শিশুরা বাবা মা উভয়কেই হারিয়েছে তাদের প্রয়াস এবং একলব্য মডেল স্কুলের মতো আবাসিক স্কুলে ভর্তির নিশ্চয়তা দেওয়া হবে।
আরও পড়ুন: ফের রক্ত ঝরল বালোচিস্তানে, গুলি করে হত্যা ৪ পুলিশ সহ ৮ জনকে
নতুন আত্মসমর্পণ নীতিতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধির জন্য পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে। সক্ষম যোজনার মাধ্যমে মহিলাদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, যার সুদের ৩ শতাংশ রাজ্য সরকার বহন করবে। এছাড়াও, রেশন কার্ড এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরিষেবা এবং প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলি বিনামূল্যে বা সৌরশক্তিচালিত বিদ্যুৎ সংযোগের সুবিধা পাবেন।